তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫২তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া রেজিস্ট্রেশন শুরু

এবারের উৎসবে সারা বিশ্ব থেকে ৩০০টিরও বেশি ছবি দেখানো হবে

Posted On: 20 OCT 2021 1:03PM by PIB Kolkata

পানাজি/মুম্বাই/নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২১

 

৫২তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি) আগামী ২০-২৮ নভেম্বর গোয়ায় আয়োজিত হবে। বর্তমান কোভিড-১৯ মহামারীর বিষয়টিকে বিবেচনায় রেখে এবারের ইফি হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হবে।

প্রত্যেকবারের মতো এবারের চলচ্চিত্র উৎসবেও সমসাময়িক ছবিগুলির পাশাপাশি, ধ্রুপদী সিনেমা দেখানো হবে। চলচ্চিত্র জগতের প্রখ্যাত ব্যক্তিত্ব – চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা/অভিনেত্রী, কলাকুশলী, সমালোচক, শিক্ষানবিশ ও সিনেমা অনুরাগীদের স্বাগত জানানো হচ্ছে।

এবারের চলচ্চিত্র উৎসবে আগ্রহী মিডিয়া প্রতিনিধিরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন লিঙ্ক :  https://my.iffigoa.org/extranet/media/ পিআইবি’র নীতি-নির্দেশিকা অনুসারে মিডিয়া অ্যাক্রিডিটেশন দেওয়া হবে। জানানো হয়েছে যে, মিডিয়া প্রতিনিধি হিসাবে আবেদনকারীদের বয়স হতে হবে ২০২১-এর পয়লা জানুয়ারি পর্যন্ত ২১ বছরের ঊর্ধ্বে। সেই সঙ্গে, ইফির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে খবর সংগ্রহ করার অন্ততপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জনস্বার্থে আবেদনকারীদের জানানো হচ্ছে যে, কোভিড-১৯ এর একটি বা দুটি ডোজ নেওয়ার পর পাওয়া শংসাপত্র রেজিস্ট্রেশনের সময় পোর্টালে আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ১৪ নভেম্বর মধ্যরাত্রি পর্যন্ত।

উল্লেখ করা যেতে পারে, ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা ইফি এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। ১৯৫২ সালে এই উৎসবের সূচনা হয়। বিগত কয়েক বছর ধরে বার্ষিক এই চলচ্চিত্র উৎসব গোয়া আয়োজিত হচ্ছে। চলচ্চিত্র শিল্পের বিভিন্ন ক্ষেত্রে নিপুণতা ও পারদর্শিতাকে তুলে ধরার এক উপযুক্ত মঞ্চ হ’ল ইফি। যৌথভাবে এই চলচ্চিত্র উৎসব আয়োজনের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডায়রেক্ট্রেট অফ ফিল্ম ফেস্টিভাল বিভাগ এবং গোয়া সরকার। এই চলচ্চিত্র উৎসব সম্পর্কিত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে - www.iffigoa.org.

 

CG/BD/SB



(Release ID: 1765277) Visitor Counter : 191