প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী কেরলে ভারী বৃষ্টিপাত ও ভূমিধ্বসের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন

কেরলে ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের কারণে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

Posted On: 17 OCT 2021 5:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ অক্টোবর, ২০২১
 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেরলের মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়নের সঙ্গে রাজ্যে ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এই বিপর্যয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।
 
একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “কেরলের মুখ্যমন্ত্রী শ্রী @vijayanpinarayi – এর সঙ্গে রাজ্যে ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কর্তৃপক্ষ তৃণমূল স্তরে কাজ করছে। আমি প্রত্যেকের সুরক্ষা ও কল্যাণ কামনা করি।
 
কেরলে প্রবল বৃষ্টি ও ভূমিধ্বসের কারণে কয়েকজনের প্রাণহানির ঘটনাটি দুঃখজনক। শোক-সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই”।
 
CG/CB/SB


(Release ID: 1764762) Visitor Counter : 110