স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৯৭ কোটি ২৩ লক্ষ ছাড়িয়েছে
বর্তমানে সুস্থতার হার ৯৮.০৮ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বাধিক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৮১
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৬৩২, যা মোট আক্রান্তের ০.৫৯ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৪৪ শতাংশ, যা গত ১১৩ দিন ৩ শতাংশের নীচে
Posted On:
16 OCT 2021 10:49AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ অক্টোবর, ২০২১
দেশে গত ২৪ ঘন্টায় ৮ লক্ষ ৩৬ হাজার ১১৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ৯৭ কোটি ২৩ লক্ষ ৭৭ হাজার ৪৫।
আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১,০৩,৭৫,৭০৩
|
দ্বিতীয় ডোজ
|
৯০,৬৮,২৩২
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
|
১,৮৩,৬১,২৭৫
|
দ্বিতীয় ডোজ
|
১,৫৪,৯০,২৫৩
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৩৯,১৪,৫১,৮৯১
|
দ্বিতীয় ডোজ
|
১০,৮৫,৪০,৫০৬
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
১৬,৭৩,০৪,৫৬৯
|
দ্বিতীয় ডোজ
|
৮,৫৩,৯৭,১৮২
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
১০,৫৫,২০,৬৯৩
|
দ্বিতীয় ডোজ
|
৬,০৮,৬৬,৭৪১
|
মোট
|
৯৭,২৩,৭৭,০৪৫
|
দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৮৬১ জন। এর ফলে, মহামারীর শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৯৬১।
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.০৮ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এযাবৎ সর্বাধিক।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লাগাতার সমন্বয় মূলক প্রয়াসের ফলে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ১১১ দিন ৫০ হাজারের নিচে রয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৮১, যা গত ৮ দিন ২০ হাজারের নিচে।
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ১ হাজার ৬৩২, যা ২১৮ দিনে সর্বনিম্ন। এরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ০.৫৯ শতাংশ।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ২৩ হাজার ৩টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৫৮ কোটি ৯৮ লক্ষ ৩৫ হাজার ২৫৮।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৪৪ শতাংশ, যা গত ১১৩ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৭৩ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৪৭ দিন ৩ শতাংশের নীচে এবং ১৩০ দিন ৫ শতাংশের নিচে রয়েছে।
CG/BD/AS/
(Release ID: 1764410)
Visitor Counter : 222