তথ্যওসম্প্রচারমন্ত্রক

ডিডি চন্দনার দশ লক্ষেরও বেশি ইউটিউব গ্রাহক রয়েছন,দক্ষিণ ভারতে ডিজিটাল প্রসার ভারতী গতি লাভ করেছে

Posted On: 13 OCT 2021 11:53AM by PIB Kolkata

নতুন দিল্লি,১৩ অক্টোবর, ২০২১

 

মানসম্মত অনুষ্ঠান এবং ডিজিটাল পদ্ধতির ওপর ভর করে মাত্র কয়েক বছরে দক্ষিণ ভারতে প্রসার ভারতী ডিজিটাল প্ল্যাটফর্ম গুলি বিস্তারলাভ করেছে। 

ডিডি চন্দনা (কর্ণাটক) ইউটিউবে ১০ লক্ষ গ্রাহক সংখ্যার মাইলফলক অর্জনকরে  প্রথম স্থান দখল করেছে। ডিডি সপ্তগিরি (অন্ধ্র প্রদেশ) এবং ডিডি ইয়াদগিরি (তেলেঙ্গানা) দ্রুত ৫ লক্ষ গ্রাহক সংখ্যার দিকে এগিয়ে যাচ্ছে। তামিল এবং মালায়ালাম  সংবাদ বিভাগের প্রতিটিতে ১ লক্ষেরও বেশি ইউটিউব গ্রাহক সংখ্যা রয়েছে। দূরদর্শনের অন্যান্য কেন্দ্র গুলি একে অপরের সঙ্গে এবং স্থানীয় ভাষার গণমাধ্যমের সঙ্গে সুস্থ প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে।

এই ইউটিউব চ্যানেলে সর্বাধিক দেখা ভিডিওগুলি হাস্য কৌতুক এবং টেলিফিল্ম থেকে শুরু করে সেলিব্রিটিদের সাক্ষাৎকার ও শিক্ষামূলক বিষয়বস্তু পর্যন্ত রয়েছে।দূরদর্শনের জাতীয় চ্যানেলগুলির মধ্যে, আন্তর্জাতিক ইংরেজি সংবাদ চ্যানেল ‘ডিডি ইন্ডিয়া’ সম্প্রতি ইউটিউবে ১ লক্ষ গ্রাহকের সংখ্যা অতিক্রম করেছে।

 

CG/SS



(Release ID: 1763754) Visitor Counter : 168