মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২১-২২ অর্থবর্ষে (২০২১-এর পয়লা অক্টোবর থেকে ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত) ফসফেটিক ও পটাসিক (পি অ্যান্ড কে) সারের ক্ষেত্রে পৌষ্টিক উপাদান-ভিত্তিক ভর্তুকি হারে অনুমোদন


২০২১-২২ রবি মরশুমে মোট ভর্তুকির পরিমাণ ২৮ হাজার ৬৫৫ কোটি টাকা

Posted On: 12 OCT 2021 8:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর,  ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ২০২১-২২ অর্থবর্ষে (২০২১-এর পয়লা অক্টোবর থেকে ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত) ফসফেটিক ও পটাসিক (পি অ্যান্ড কে) সারের ক্ষেত্রে পৌষ্টিক উপাদান-ভিত্তিক ভর্তুকি হার স্থির করতে সার দপ্তরের প্রস্তাব অনুমোদন করেছে। 

রোলওভার খাতে মোট অর্থের পরিমাণ দাঁড়াবে ২৮ হাজার ৬০২ কোটি টাকা। সম্ভাব্য অতিরিক্ত ৫ হাজার ৭১৬ কোটি টাকা খরচে ডিএপি সারের ক্ষেত্রে অতিরিক্ত ভর্তুকি দিতে বিশেষ এককালীন প্যাকেজ। সর্বাধিক ব্যবহৃত এনপিকে সারের তিন ধরনের উপাদানের ক্ষেত্রে অতিরিক্ত ভর্তুকি এবং অন্য ধরনের এনপিকে সারের ক্ষেত্রে সম্ভাব্য ৮৩৭ কোটি টাকা খরচ সহ বিশেষ এককালীন প্যাকেজ। এই খাতে ভর্তুকির পরিমাণ দাঁড়াবে ৩৫ হাজার ১১৫ কোটি টাকা। 

মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি পৌষ্টিক উপাদান-ভিত্তিক ভর্তুকি কর্মসূচির আওতায় গুড় থেকে নির্গত পটাশ সারকে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে। ২০২১-২২ রবি মরশুমে খরচ বাঁচিয়ে মোট ভর্তুকির প্রয়োজন দাঁড়াবে ২৮ হাজার ৬৫৫ কোটি টাকা।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ২০২১-২২ রবি মরশুমে ভর্তুকি যুক্ত/সুলভ মূল্যে কৃষি কাজে ব্যবহৃত যাবতীয় পটাশ ও ফসফেটিক সারের যোগান কৃষকদের কাছে বাড়বে। পক্ষান্তরে, বর্তমান ভর্তুকি হার বজায় রেখে কৃষি ক্ষেত্র উপকৃত হবে। অন্যদিকে, ডিএপি সহ সর্বাধিক ব্যবহৃত তিনটি এনপিকে সারের ক্ষেত্রে অতিরিক্ত ভর্তুকি মেটাতে বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত অনুযায়ী, ডি-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের প্রতিটি ব্যগের ক্ষেত্রে ৪৩৮ টাকা এবং সর্বাধিক ব্যবহৃত তিনটি এমপিকে সারের প্রতি ব্যাগে ১০০ টাকা করে লাভ হবে। এর ফলে, কৃষকরা সুলভ মূল্যে সার সংগ্রহ করতে পারবেন। 

সুলভ মূল্যে চাষীদের কাছে সারের সহজলভ্যতা সুনিশ্চিত করতে মন্ত্রিসভার অনুমোদিত পৌষ্টিক উপাদান-ভিত্তিক ভর্তুকি হারের ওপর ভিত্তি করে ফসফেটিক ও পটাসিক সারের ওপর ভর্তুকি দেওয়া হবে। 

সার উৎপাদক/আমদানিকারকদের মাধ্যমে ভর্তুকি যুক্ত মূল্যে কৃষকদের কাছে ইউরিয়া সহ ২৪ গ্রেডের ফসফেটিক ও পটাসিক সারের যোগান বাড়াতে সরকার সবরকম প্রয়াস নিচ্ছে। ফসফেটিক ও পটাশ সারের ক্ষেত্রে ভর্তুকি বহন করবে সরকার।  কৃষক-বান্ধব – কেন্দ্রিক প্রয়াসের অঙ্গ হিসাবে সরকার কৃষকদের কাছে সুলভ মূল্যে ফসফেটিক ও পটাসিক সারের যোগান সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সার কোম্পানিগুলিকে ঐ ভর্তুকি দেওয়া হবে, যাতে তারা সুলভ মূল্যে কৃষকদের পর্যাপ্ত পরিমাণে সারের যোগান দিতে পারে। 

 

CG/BD/SB


(Release ID: 1763628) Visitor Counter : 526