রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

দুর্গাপুজোর প্রাক্কালে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

प्रविष्टि तिथि: 12 OCT 2021 4:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ অক্টোবর, ২০২১

 

রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ দুর্গাপুজোর প্রাক্কালে এক বার্তায় বলেছেন, "দুর্গাপুজোর পবিত্র উৎসব উপলক্ষে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভারতীয়দের শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

দেবী দুর্গা শক্তির প্রতীক এবং নারী শক্তির এক মূর্ত স্বরূপ। অশুভের বিরুদ্ধে শুভর জয়কেই দুর্গা পুজো প্রতিফলিত করে। মা দুর্গার ৯টি ভিন্ন ভিন্ন রূপ জীবন তথা প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ককেই তুলে ধরে। 

এই উৎসব উপলক্ষে আসুন আমরা এমন এক সমাজ গঠনের সংকল্প করি, যেখানে মহিলারা আগের থেকেও বেশি সম্মান পাবেন এবং দেশ গঠনে সমান অংশীদার হয়ে উঠবেন। 

আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সাধারণ মানুষের মধ্যে আনন্দের এই উৎসব শান্তি, সৌভ্রাতৃত্ব ও একতার মানসিকতাকে আরও দৃঢ় করুক এবং দেশের সেবায় ও অগ্রগতিতে আমরা নিজেদের পুনর্উৎসর্গ করি।"

 

CG/BD/AS/


(रिलीज़ आईडी: 1763422) आगंतुक पटल : 262
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil