তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন প্রযুক্তির মাধ্যমে বিষয়বস্তুর নতুন নতুন সুযোগ গড়ে তুলতে প্রসার ভারতী সম্প্রচারের ক্ষেত্রে সংস্কার বাস্তবায়িত করছে

Posted On: 09 OCT 2021 10:33AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯  অক্টোবর, ২০২১

 

        বিগত কয়েক বছর ধরে আকাশবাণী এবং দূরদর্শনে সম্প্রচারের ক্ষেত্রে বেশ কিছু সংস্কার মূলক উদ্যোগ নেওয়া হয়েছে।  অ্যানালগ টেরিস্ট্রিয়াল টেলিভিশন ট্রান্সমিটার (এটিটি)-র মতো সাবেক প্রযুক্তি প্রসার ভারতী দ্রুত সরিয়ে দিচ্ছে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্যোগী হয়েছে।   

        এক শ্রেণীর সংবাদ মাধ্যমে ভুল সংবাদ পরিবেশনের কারণে প্রসার ভারতী স্পষ্টভাবে জানিয়েছে তারা সম্প্রচারের ক্ষেত্রে পুরনো অ্যানালগ প্রযুক্তিকে ব্যবহার করছে না। শিলচর দূরদর্শন ও কালবুর্গি দূরদর্শন কেন্দ্রের প্রসঙ্গে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। এই দুটি দূরদর্শন কেন্দ্র আগের মতোই অনুষ্ঠান তৈরি করবে এবং তাদের রাজ্যে দূরদর্শনের নির্ধারিত চ্যানেলে সেই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। ইউটিউব এবং সোস্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠান দেখাও যাবে। বর্তমানে শিলচর দূরদর্শনের অনুষ্ঠান ডিডি আসাম এবং কালবুর্গি দূরদর্শনের অনুষ্ঠান ডিডি চন্দনায় সম্প্রচারিত হচ্ছে।

        এটিটি একটি পুরনো প্রযুক্তি। জনস্বার্থ এবং জাতীয় স্বার্থে এই প্রযুক্তিকে সরিয়ে ফেলা হচ্ছে। পরিবর্তে নতুন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফাইভ-জির মতো প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুতের ব্যবহার কম করা সম্ভব হবে। ইতিমধ্যে ৭০ শতাংশ অ্যানালগ ট্রান্সমিটার সরিয়ে ফেলা হয়েছে। বাকি ট্রান্সমিটারগুলিকেও পর্যায়ক্রমে সরানো হবে। ২০২২এর ৩১ মার্চের মধ্যে প্রসার ভারতী সমস্ত অ্যানালগ ট্রান্সমিটার সরিয়ে ফেলবে। এর ফলে বছরে ১০০ কোটি টাকার সাশ্রয় হবে। এই  ট্রান্সমিটারগুলির স্প্রেকট্রাম ব্যান্ডউইডথ হল অতি উচ্চ ফ্রিকোয়েন্সিতে ৭ মেগাহার্জ, উচ্চ ফ্রিকোয়েন্সিতে ৮ মেগাহার্জ। ২০১-১৮ অর্থবর্ষে ৩০৬, ২০১৮-১৯এ ৪৬৮, ২০১৯-২০ অর্থবর্ষে ৬টি, ২০২০-২১ অর্থবর্ষে ৪১টি এটিটি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান অর্থবর্ষে ৪১২টি ট্রান্সমিটার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ মাসের মধ্যে ১৫২টি এ ধরণের ট্রান্সমিটার বন্ধ করে দেওয়া হবে।  

        প্রসার ভারতী অত্যাধুনিক সম্প্রচারের জন্য ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচারে উদ্যোগী হয়েছে। এরজন্য কানপুর আইআইটি-র সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম মেধা ব্যবহার করে ফাইভ-জি প্রযুক্তির সাহায্যে ডাইরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং-এর মতো প্রযুক্তি ব্যবহার করা হবে। ডিডি ফ্রি ডিশ ডাইরেক্ট টু হোম পরিষেবায় ডিডি আসাম সহ দূরদর্শনের সবকটি চ্যানেল এবং বিভিন্ন বেসরকারী দেখা সম্ভব। এই চ্যানেলগুলি দেখার জন্য কোনো পয়সা লাগেনা। খোলা বাজারে ডিডি ফ্রি ডিশ ডিটিএইচ চ্যানেলের সেটটপ বক্স কিনতে হয়। এর জন্য মাত্র একবারই বিনিয়োগ করতে হয়। এর সাহায্যে ১২০টি টেলিভিশন চ্যানেল ও ৪০টির বেশি আকাশবাণীর স্যাটেলাইট রেডিও চ্যানেলের অনুষ্ঠান শ্রোতা দর্শকরা উপভোগ করতে পারেন। এইসব চ্যানেলগুলির মধ্যে শিক্ষামূলক চ্যানেলও রয়েছে।   

 

CG/CB/NS


(Release ID: 1762540) Visitor Counter : 286