তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রসার ভারতীর সঙ্গে নবরাত্রি উদযাপন করুন

प्रविष्टि तिथि: 05 OCT 2021 5:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ অক্টোবর, ২০২১

 

উৎসবের মরশুমের সূচনায়  নবরাত্রি পালনের জন্য উন্মুখ মানুষ। উৎসবের মেজাজ ধরে রাখতে প্রসার ভারতী নেটওয়ার্ক আপনাদের জন্য আনছে বিশেষ শো, লাইভ কভারেজ এবং আরো অনেক কিছু। আপনাদের উদযাপনের অঙ্গ হিসাবে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও একাধিক ভক্তিমূলক এবং মনোরঞ্জনমূলক অনুষ্ঠান সম্প্রচার করবে।

নবরাত্রির সময় জুড়ে দূরদর্শনে দেখানো হবে দেশের বিভিন্ন প্রান্তের লাইভ দুর্গাপূজা এবং আরতি। এর মধ্যে আছে কলকাতার বিখ্যাত মহালয়া এবং ত্রিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী নবরাত্রি ব্রহ্মোৎসবম। আপনারা দূরদর্শনে অযোধ্যার রামলীলার লাইভও দেখতে পাবেন। ৬ – ১৫ই অক্টোবর ডিডি ন্যাশনালে প্রতিদিন রামচরিত মানসের দুটি পর্ব সম্প্রচার করা হবে। 

দেশজুড়ে অল ইন্ডিয়া রেডিওর বিস্তৃত নেটওয়ার্ক একাধিক নবরাত্রির বিশেষ কভারেজ এবং বিভিন্ন এলাকার অনুষ্ঠান সম্প্রচার করবে। ৬ই অক্টোবর মহালয়া উপলক্ষ্যে ভোর ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইন্দ্রপ্রস্থ, এফএম গোল্ড এবং এআইআর লাইভ নিউজ ২৪ X ৭ –এ হিন্দি এবং সংস্কৃতে বিশেষ অনুষ্ঠান ‘মহিষাসুর মর্দিনী’ সম্প্রচার করা হবে। মহিষাসুর মর্দিনীর বাংলা সংস্করণ সম্প্রচার করা হবে এফএম রেনবো নেটওয়ার্ক এবং রাজধানী চ্যানেলে। 

এআইআর এবং ডিডি –র এই সব অডিও ভিশ্যুয়াল অনুষ্ঠান পাওয়া যাবে প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিমিং হবে। 

সমস্ত নবরাত্রি সংক্রান্ত অনুষ্ঠান এবং দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর কভারেজের জন্য ওয়ান স্টপ ডেস্টিনেশন – নিউজ অন এআইআর অ্যাপ ডাউনলোড করতে নিচের কিউআর কোডটি স্ক্যান করুন - 

 

CG/AP/SFS


(रिलीज़ आईडी: 1761474) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil , Telugu