আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কানাডায় ভারতীয় উপজাতিদের শিল্প ও কারুশিল্পের বিষয়ে প্রচার করা হবে

Posted On: 02 OCT 2021 4:21PM by PIB Kolkata

নতুন দিল্লি,২ আক্টোবর

 

গান্ধীজয়ন্তী উপলক্ষে আজ কানাডার অটোয়ায় ভারতের হাইকমিশন কার্যালয়ে ভারতীয় জিআই ট্যাগযুক্ত উপজাতীয় শিল্প ও কারুশিল্প পণ্য প্রদর্শনের জন্য একটি 'আত্মনির্ভর ভারত' কর্ণারের উদ্বোধন করেছেন সে দেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী অজয় ​​বিসারিয়া।এখানে উপজাতিদের  হস্তশিল্প এবং পণ্যের নানান নমুনা তুলে ধরা হয়েছে।থাকছে বাণিজ্যিক বিপণনের জন্য একাধিক তথ্য। এই উদ্যোগ গ্রহণের ফলে ভারতীয়  উপজাতীয় শিল্পীরা বিশেষ উপকৃত হবেন।

শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতীয় উপজাতি সম্প্রদায়ের শিল্পীরা যে শিল্প কর্ম তৈরি আসছেন,তা  বিশ্বব্যাপী তুলে ধরার উদ্দেশ্যে  ভারতীয় উপজাতি সমবায় বিপণন উন্নয়ন ফেডারেশনের (ট্রাইফেড)এর সহযোগিতায় এই  'আত্মনির্ভর ভারত' কর্ণার তৈরি করা হয়েছে।জনসাধারণের জন্য এই প্রদর্শনী খোলা থাকছে।

বাণিজ্যিক অনুসন্ধানের জন্য হাইকমিশনের বাণিজ্যিক শাখায় (hciottawa.gov.in) যোগাযোগ করতে বলা হয়েছে।

 

CG/SS


(Release ID: 1760480) Visitor Counter : 207