বিদ্যুৎমন্ত্রক
azadi ka amrit mahotsav

এনটিপিসি আরইএল প্রথম গ্রীন টার্ম ঋণে স্বাক্ষর করেছে

Posted On: 30 SEP 2021 11:27AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০  সেপ্টেম্বর, ২০২১

 

        এনটিপিসি লিমিটেডের অধীনস্ত সংস্থা এনটিপিসি রিনিউএবল এনার্জি লিমিটেড (আরইএল) প্রথম গ্রীন টার্ম ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে ১৫ বছরের মেয়াদে সহজ শর্তে ৫০০ কোটি টাকার ঋণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রাজস্থানে ৪৭০ মেগাওয়াট এবং গুজরাটে ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরশক্তি উৎপাদিত হবে। এনটিপিসি আরইএল ৩ হাজার ৪৫০ মেগাওয়াট সম্পন্ন পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই ৮২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র তৈরির কাজ চলছে। ২ হাজার ৬৩০ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ প্রকল্পের কাজ এরপরে শুরু হবে।  

 

CG/CB/NS


(Release ID: 1759728) Visitor Counter : 205