বিদ্যুৎমন্ত্রক

বিদ্যুৎ মন্ত্রী শ্রী আর কে সিং একটি মজবুত 'ডিসপিউট অ্যাভয়ডেন্স মেকানিজম' তৈরির অনুমোদন দিয়েছেন

Posted On: 29 SEP 2021 11:27AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী আর কে সিং স্বাধীনভাবে কাজ করা দায়িত্বশীল ইঞ্জিনিয়ারদের মাধ্যমে একটি মজবুত 'ডিসপিউট অ্যাভয়ডেন্স মেকানিজম' তৈরির অনুমোদন দিয়েছেন। হাইড্রো পাওয়ার প্রজেক্ট সম্পাদনকারী সিপিএসই-র নির্মাণ চুক্তি সম্পাদন করা হচ্ছে, যা একটি স্বাধীন ও বৃহৎ পরিকাঠামো প্রকল্পে ব্যবহৃত হবে। এটি  স্বাধীনভাবে একজন ইঞ্জিনিয়ারকে কাজ করার জন্য সুনির্দিষ্ট একটি প্রকল্প। এই ধরনের পদ্ধতি  সময় ও খরচ এড়াতে সাহায্য করবে এবং প্রকল্প গুলির সময়মতো পরিসমাপ্তি ঘটাতে নিশ্চিত করবে।

বোর্ড পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যা এই বিষয়গুলি এবং সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে সাহায্য করবে।

কমিটি ইতিমধ্যেই পর্যবেক্ষণ করেছে যে চুক্তি সম্পাদনের সাথে সম্পর্কিত মতবিরোধ বা দাবি মেটানোর ক্ষেত্রে সমস্যা গুলি না মেটানোর ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দেবে। সেজন্য সুষ্ঠু ও ন্যায় সঙ্গত সমাধান এবং নির্ধারিত সময় অনুযায়ী চুক্তির সফল রুপায়ন করা দরকার।

ভবিষ্যতে বিভিন্ন ধরনের চুক্তির ক্ষেত্রের বিরোধ মেটানোর প্রক্রিয়া আই ই-র মাধ্যমে করা হবে বলে স্থির হয়েছে।

 

CG/ SB



(Release ID: 1759389) Visitor Counter : 202