তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর লাদাখের হাম্বোটিং লা'তে আকাশবাণী ও দূরদর্শনের ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন

প্রসার ভারতীর এটি সর্বোচ্চ উচ্চতার ট্রান্সমিটার যা প্রত্যন্ত এবং সীমান্তবর্তী অঞ্চল জুড়ে থাকবে

Posted On: 25 SEP 2021 2:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর লাদাখের কারগিলের কাছে হাম্বোটিং লা'তে আজ আকাশবাণী ও দূরদর্শনের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সমিটার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দশ কিলোওয়াটের এই ট্রান্সমিটারটি দেশের সর্বোচ্চ উচ্চতায় আকাশবাণী ও দূরদর্শনের  ট্রান্সমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে যা ৪০৫৪ মিটার বা ১৩ হাজার ৩০০ ফুট উচ্চতায় অবস্থিত। লে-তে যে ট্রান্সমিটারটি রয়েছে সেটি ৩৫০১ মিটার বা ১১ হাজার ৪৫০ ফুট উচ্চতায় অবস্থিত।

কেন্দ্রীয় মন্ত্রী উদ্বোধনী ভাষণে উল্লেখ করেন যে, হাম্বোটিং লা অঞ্চলটি অত্যন্ত দুর্গম এবং আবহাওয়া খুবই প্রতিকূল। এইরকম একটি আবহাওয়ায় এবং পরিবেশের ট্রান্সমিটার স্থাপন করার জন্য তিনি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও কর্মীদের ধন্যবাদ জানান। নতুন এই ট্রান্সমিটারটির ব্যাপ্তি থাকবে ৫০ কিলোমিটার। এটি কারগিলের প্রত্যন্ত এলাকা নিয়ে প্রায় ৫০ হাজার জনসংখ্যাকে যুক্ত করবে। তিনি ঘোষণা করেন যে, আগামী পয়লা অক্টোবর থেকে ডিডি- কাশীর-এ লাদাখি অনুষ্ঠান আধঘন্টা থেকে বাড়িয়ে একঘন্টা করা হচ্ছে।

শ্রী ঠাকুর বলেন, ভারত সরকারের নীতি হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল গুলিতে আকাশবাণী এবং দূরদর্শনের শক্তিশালী সিগনালিং ব্যবস্থা থাকবে। তিনি বলেন, এই ট্রান্সমিটার হওয়ায় কেবল জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চল গুলিতে সঠিক তথ্য সরবরাহ করা নয়, প্রতিবেশী রাষ্ট্রের বিদ্বেষ মূলক অপপ্রচারের মোকাবিলা করা।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন,

আকাশবাণী এবং দূরদর্শন এর মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হবে। প্রসার ভারতী বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

এদিনের অনুষ্ঠানে লাদাখের সাংসদ শ্রী জে টি নামগিয়াল বলেন, এই ট্রান্স মিটার স্থাপনের মধ্য দিয়ে ভারত সরকার এই অঞ্চলের উন্নয়নমূলক কাজের জন্য অঙ্গীকার রক্ষা করেছে।

 

CG/ SB



(Release ID: 1758156) Visitor Counter : 188