যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর লেহ্ , লাদাখ -এ 'আলটিমেট লাদাখ সাইক্লিং চ্যালেঞ্জ' -এর দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করেছেন
Posted On:
25 SEP 2021 11:13AM by PIB Kolkata
নতুন দিল্লি,২৫ সেপ্টেম্বর, ২০২১
'আজাদি কা অমৃত মহোৎসব এবং 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট' -এর অঙ্গ হিসেবে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজ ভারতের সাইক্লিং ফেডারেশনের সমন্বয়ে লাদাখ পুলিশ আয়োজিত 'আলটিমেট লাদাখ সাইক্লিং চ্যালেঞ্জ'এর দ্বিতীয় পর্বের সূচনা করেছেন।
মন্ত্রী সাইক্লিং চ্যালেঞ্জের পতাকা দেখিয়ে সূচনা করে বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুযায়ী ফিট ইন্ডিয়া মুভমেন্টের পিছনে মূল উদ্দেশ্য হল দেশের মানুষের মধ্যে সুস্থতার চেতনাকে শক্তিশালী করা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট উঁচুতে সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেওয়া লাদাখের যুবকদের মধ্যে উচ্ছ্বাস দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
মন্ত্রী ফিট ইন্ডিয়া মুভমেন্টের আওতায় এই সাইক্লিং প্রতিযোগিতার প্রচারের জন্য লাদাখ পুলিশ এবং এলএইচডিসিকে অভিনন্দন জানান।
ফিট ইন্ডিয়ার বিষয়ে প্রচারে যুবকদের ভূমিকার উপর জোর দিয়ে শ্রী ঠাকুর বলেন, তরুণরা সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে।
সংসদ সদস্য শ্রী জামিয়াং সেরিং নামগিয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
CG/SS
(Release ID: 1758123)
Visitor Counter : 168