রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি আজ সেনা হাসপাতালে ছানি অস্ত্রোপচার করিয়েছেন
Posted On:
24 SEP 2021 3:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২১
রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ আজ সকালে নতুন দিল্লির সেনা হাসপাতালে (রেফারেল এন্ড রিসার্চ)- তাঁর একটি চোখের ছানি অস্ত্রোপচার করিয়েছেন। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেনা হাসপাতালে রাষ্ট্রপতির অপর চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছিল ২০২১-এর ১৯ আগস্ট।
CG/ SB
(Release ID: 1757833)
Visitor Counter : 169