তথ্যওসম্প্রচারমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর ২৪ সেপ্টেম্বর হিমালয়ান চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন

তারকা খচিত উদ্বোধন অনুষ্ঠান, শেরশাহ-র পরিচালক শ্রী বিষ্ণু বর্ধন এবং মুখ্য অভিনেতা শ্রী সিদ্ধার্থ মালহোত্রা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
পাঁচদিনের উৎসবে পরম বীর চক্র পুরস্কার প্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার ওপর ভিত্তি করে জীবনীমূলক সমর বিষয়ক চলচ্চিত্র- 'শেরশাহ' প্রদর্শন করা হবে

Posted On: 22 SEP 2021 1:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২১

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২১ প্রথম হিমালয়ান চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।  লাদাখের লে-তে পাঁচদিন ব্যাপী এই উৎসবের সূচনা হবে ২৪ সেপ্টেম্বর এবং তা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সুপারহিট ছবি শেরশাহ-র পরিচালক শ্রী বিষ্ণু বর্ধন এবং  শ্রী সিদ্ধার্থ মালহোত্রা যিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, তাঁরা উপস্থিত থাকবেন। শেরশাহ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে।

এই চলচ্চিত্র উৎসবটি বিভিন্ন পর্যায়ক্রমের মাধ্যমে দর্শক এবং চলচ্চিত্র অনুগামীদের মুগ্ধ করবে।

* পাঁচ দিনের এই চলচ্চিত্র উৎসবে জনপ্রিয় ছবিগুলি প্রদর্শিত হবে-

সমসাময়িক জাতীয় পুরস্কারের একটি প্যাকেজ এবং ভারতীয় প্যানোরামা নির্বাচিত চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে। ডিজিটাল প্রজেকশন সুবিধা সম্বলিত লে-র সিন্ধু সংক্রিতি অডিটোরিয়ামে ছবিগুলি স্ক্রিনিংয়ের  ব্যবস্থা থাকবে।

* কর্মশালা এবং কথোপকথনের ব্যবস্থা থাকবে-

হিমালয় অঞ্চলের চলচ্চিত্র নির্মাতা, চিত্র সমালোচক, এবং টেকনিশিয়ান সহ চলচ্চিত্রকে অনুরাগীদের আমন্ত্রণ জানানো হবে।

* প্রতিযোগিতার আয়োজন, স্বল্প দৈর্ঘ্যের ছবি ও তথ্য চিত্রের জন্য।

এই উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্রকে রাখা হয়েছে। সেরা ছবিগুলির পরিচালক এবং প্রযোজক সহ সিনেমাটোগ্রাফি এবং সম্পাদক ও কাহিনীচিত্রের ওপর পুরস্কার প্রদান করা হবে।

প্রথম হিমালয়ান চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসাবে খাদ্য উৎসব, সংস্কৃতি প্রদর্শনী এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাদাখের তরুণ বাদ্যযন্ত্রীরা তাদের অনুষ্ঠান পরিবেশনের সুযোগ পাবেন।

উৎসবের প্রতিযোগিতামূলক শাখায় জুরি হিসেবে উপস্থিত থাকবেন- ১) শ্রীমতি মঞ্জু বোরা, চেয়ারপারসন। আসাম।

২) শ্রী জি পি বিজয় কুমার। সদস্য। তামিলনাডু।

৩) শ্রী রাজা সাবির খান। সদস্য। জম্মু ও কাশ্মীর।

 

CG/ SB



(Release ID: 1757166) Visitor Counter : 194