স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ৮২ কোটি ৬৫ লক্ষ ছাড়িয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৭৭ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৬৪
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৯৮৯, যা দেশে মোট আক্রান্তের ০.৯০ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.০৮ শতাংশ, যা গত ৮৯ দিন ৩ শতাংশের নীচে

Posted On: 22 SEP 2021 9:44AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭৫ লক্ষ ৫৭ হাজার ৫২৯। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৮২ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার ৭৫৪।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৬৯,৮৩১

 

৮৭,৬৭,১৮৯

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৪৬,৬৮১

 

,৪৬,১৬,৯২৪

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৩৩,৪৭,৬২,৫২২

 

,৪৭,২৪,৩১৭

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৫,২৯,৩৭,৯০৫

 

,০৭,৮৩,২৯৭

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৭৯,৩৭,২৮৭

 

,৩২,৩৩,৮০১

 

মোট

 

৮২,৬৫,১৫,৭৫৪

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ২৭ লক্ষ ৮৩ হাজার ৭৪১।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৭৭ শতাংশ। সুস্থতার হার ২০২০’র মার্চ থেকে এখনও পর্যন্ত সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ৮৭ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৬৪ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ লক্ষ ১ হাজার ৯৮৯, যা মোট আক্রান্তের ০.৯০ শতাংশ। সুসস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২০২০’র মার্চ থেকে এ যাবৎ সর্বনিম্ন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ লক্ষ ৯২ হাজার ৩৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫৫ কোটি ৬৭ লক্ষ ৫৪ হাজার ২৮২।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.০৮ শতাংশ, যা গত ৮৯ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৬৯ শতাংশে। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ২৩ দিন ৩ শতাংশের নীচে রয়েছে এবং গত ১০৬ দিন ৫ শতাংশের নীচে।

 

CG/BD/SB



(Release ID: 1757149) Visitor Counter : 180