সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর পাওয়া উপহার সামগ্রী এবং স্মরনিকার বৈদ্যুতিন নিলামের তৃতীয় পর্ব আজ থেকে শুরু হল

प्रविष्टि तिथि: 17 SEP 2021 4:38PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭  সেপ্টেম্বর, ২০২১

 

        প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে যেসব গুরুত্বপূর্ণ উপহার সামগ্রী পেয়েছেন সেগুলির বৈদ্যুতিন পদ্ধতিতে নিলামের তৃতীয় পর্ব আজ থেকে শুরু হল। https://pmmementos.gov.in/ এর মাধ্যমে এই নিলাম প্রক্রিয়া চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। যেসব স্মরনিকার নিলাম হবে তার মধ্যে ২০২০র টোকিও প্যারালিম্পিক্সে এবং অলিম্পিক্সে পদকজয়ীদের প্রধানমন্ত্রীকে দেওয়া  উপহার সামগ্রী রয়েছে। এছাড়াও অযোধ্যা রাম মন্দির, চারধাম, রুদ্রাক্ষ সম্মেলন কেন্দ্রর রেপ্লিকা, বিভিন্ন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা এবং অঙ্গবস্ত্র রয়েছে।  

        যে ১৩৩০টি স্মরনিকা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য : ২০২০র প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ী শ্রী সুমিত আন্তিলের ব্যবহৃত জ্যাভলিন, ২০২০র টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ী শ্রী নীরাজ চোপড়ার জ্যাভলিন౼যেগুলির সর্বোচ্চ মূল্য ধার্য হয়েছে ১ কোটি টাকা। এছাড়াও একটি কারুকার্য করা একটি ছোট্ট হাতির দাম ধার্য হয়েছে ২০০ টাকা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন নিলামে তোলা সামগ্রীর মধ্যে রয়েছে লাভলীনা বোরগোহাই-য়ের সই করা গ্লাভস, কৃষ্ণ নাগরের সই করা ব্যাটমিন্টন রাকেট। এছাড়া রূপো জয়ী ভাবিনা প্যাটেলের টেনিস রাকেটটি এই নিলাম প্রক্রিয়ায় রাখা হয়েছে। বৈদ্যুতিন নিলাম প্রক্রিয়ায় প্রাপ্ত অর্থ  নমামী গঙ্গে প্রকল্পে দেওয়া হবে। প্রধানমন্ত্রী মনে করেন গঙ্গা নদী ভারতের জীবনরেখা। এতে আমাদের সকলের সুবিধা হবে। তিনি বলেন, গঙ্গা হল দেশের সাংস্কৃতিক গৌরব ও বিশ্বাসের প্রতীক। প্রধানমন্ত্রী গঙ্গাকে ভারতীয় সংস্কৃতির আস্থা ও ভরসার প্রতীক বলে বর্ণনা করেন। উত্তরাখন্ডের গোমুখ থেকে গঙ্গা পশ্চিমবঙ্গে সমুদ্রে এসে মিশেছে।

 

CG/ CB/NS


(रिलीज़ आईडी: 1756140) आगंतुक पटल : 241
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada