ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
এমএসএমই মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতি অলকা নাঙ্গিয়া আরোরা এনএসআইসি-র সিএমডি-র দায়িত্ব গ্রহণ করেছেন
Posted On:
17 SEP 2021 11:46AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৭ সেপ্টেম্বর, ২০২১
এমএসএমই মন্ত্রকের যুগ্ম সচিব ১৯৯১এর আইডিএএস আধিকারিক শ্রীমতী অলকা নাঙ্গিয়া আরোরা এনএসআইসি-র চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব ১৪ সেপ্টেম্বর গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের সময় তিনি এনএসআইসি-র পদস্থ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। ২০২১-২২ অর্থবর্ষে সংস্থার সকল কর্মীকে ভালোভাবে কাজ করার আহ্বান জানান। শ্রীমতি আরোরা গত ৩০ বছর ধরে শিল্পের সঙ্গে সংপৃক্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের যুগ্ম সচিব। এর আগে বস্ত্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে তিনি আসীন ছিলেন।
CG/CB/NS
(Release ID: 1755859)
Visitor Counter : 210