নীতিআয়োগ

ডাসল্ট সিস্টেমের সঙ্গে অটল ইনোভেশন মিশন-এর অংশীদারিত্বে উদ্ভাবন ক্ষেত্রে আরও উৎসাহ যোগানো হয়েছে

Posted On: 16 SEP 2021 2:26PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৬ সেপ্টেম্বর, ২০২১

 

নীতি আয়োগের আওতাধীন অটল ইনোভেশন মিশন ডাসল্ট সিস্টেমের মাধ্যমে সারা দেশে উদ্ভাবন ও উদ্যোক্তা ইকো সিস্টেমে উৎসাহ যোগাতে প্রস্তুত রয়েছে। অটল ইনোভেশন মিশন কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনায় এবং দেশে অটল ইনোভেশন মিশনের সুফল তুলে ধরতে আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে অটল ইনোভেশন মিশন এবং ডাসল্ট সিস্টেমের মধ্যে একটি স্টেটমেন্ট অফ ইনটেন্ট (এসওআই) স্বাক্ষরিত হয়েছে। এই এসওআই -এর আওতায় ডাসল্ট সিস্টেমের সাহায্যে অটল টিংকারিং ল্যাব, অটল ইনভেশন মিশন ইনকিউবেটর, অটল কমিউনিটি ইনভেশন সেন্টার ইত্যাদি ক্ষেত্রে সাহায্য যোগানো হবে। এছাড়াও অটল নিউ ইন্ডিয়া চ্যালেঞ্জ এবং ছোট শিল্পোদ্যোগ ক্ষেত্রে অটল রিসার্চ ও ইনোভেশনে সহযোগিতা দান করা হবে। 

অটল ইনোভেশন মিশনের মিশন ডিরেক্টর ডঃ চৈতন্য বৈষ্ণব জানিয়েছেন যে ডাসল্টের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে দেশে অটল ইনোভেশন ইকো ব্যবস্থাপনার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই উদ্যোগ ভারতীয় স্টার্টআপ ক্ষেত্রে এক নতুন দরজা খুলে দেবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ডাসল্ট সিস্টেমের ভারতে নিযুক্ত ম্যানিজিং ডিরেক্টর দীপক এনজি জানিয়েছেন যে অটল ইনোভেশন মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার মূল উদ্দেশ্যই হলো সরকার পরিচালিত স্টার্টআপ ক্ষেত্রগুলির উন্নতিসাধন। এতে বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি ও চার্জিং পরিকাঠামো, চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি ইত্যাদি ক্ষেত্রে ভবিষ্যতে সুস্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা সম্ভবপর হবে। 

 

CG/SS/SKD/



(Release ID: 1755595) Visitor Counter : 187