সংস্কৃতিমন্ত্রক

প্রধানমন্ত্রী যে সমস্ত উপহার ও স্মারক পেয়েছেন আগামীকাল থেকে সংস্কৃতি মন্ত্রক সেগুলির ই-নিলাম শুরু করছে

ই-নিলাম থেকে পাওয়া অর্থ নমামী গঙ্গে মিশনে ব্যয় করা হবে

Posted On: 16 SEP 2021 1:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে সমস্ত উপহার ও স্মারক পেয়েছেন সেগুলি আগামীকাল থেকে ই-নিলাম করা হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই নিলাম পরিচালনা করবে। প্রধানমন্ত্রীর পাওয়া উপহার ও স্মারকগুলির মধ্যে রয়েছে পদক জয়ী অলিম্পিয়ান ও প্যারালিম্পিয়ানদের ক্রীড়া সাজসরঞ্জাম, অযোধ্যা রাম মন্দির, চারধাম, রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারের প্রতিরূপ, মডেল, স্থাপত্য, আলোকচিত্র, অঙ্গবস্ত্র প্রভৃতি।

অগ্রণী যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান https://pmmementos.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ই-নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। ই-নিলাম আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

এই ই-নিলাম থেকে পাওয়া অর্থ নমামী গঙ্গে মিশনের আওতায় গঙ্গানদীর সংরক্ষণ ও পুনরুজ্জীবন খাতে ব্যয় করা হবে।

 

CG/BD/DM/



(Release ID: 1755582) Visitor Counter : 146