জলশক্তি মন্ত্রক
জল জীবন মিশনের বিষয়ে ৮ টি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বিভাগের মন্ত্রীদের সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী
Posted On:
15 SEP 2021 1:50PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৫ সেপ্টেম্বর, ২০২১
কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আগামীকাল (১৬ সেপ্টেম্বর), ৮ টি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বিভাগের মন্ত্রীদের সম্মেলনে সভাপতিত্ব করবেন।গুয়াহাটিতে আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এখানে ৮ টি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বিভাগের মন্ত্রীদের পাশাপাশি শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন।
জল জীবন মিশনের পরিকল্পনা, বাস্তবায়ন এবং এখন পর্যন্ত কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। উত্তর-পূর্ব রাজ্যে অবশিষ্ট সমস্ত পরিবারে যাতে তাড়াতাড়ি জল সংযোগ পৌঁছে দেওয়া যায় ,তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হল ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে জল সংযোগ পৌঁছে দেওয়া।এরই অঙ্গ হিসেবে ২০২১-২২ অর্থ বর্ষে জল জীবন মিশনের অওতায় উওর পূর্বের রাজ্যগুলির জন্য ৯,২৬২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।জল জীবন মিশন কি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয় নিয়েও কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বিভাগের মন্ত্রীদের সঙ্গে আলাপ আলোচনা চালাবেন।কোভিড বিধি মেনে এই সম্মেলনের আয়োজন করা হবে।উল্লেখ্য
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস' এর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে নল বাহিত জল পৌঁছে দিয়ে মহিলাদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
CG/SS
(Release ID: 1755573)