কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে লগ্নিকারীদের ক্ষমতায়ণ নিয়ে আইইপিএফএ এবং আইসিএসআই-এর পক্ষ থেকে সেমিনার
Posted On:
07 SEP 2021 3:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ সেপ্টেম্বর, ২০২১
আজাদি কা অমৃত মহোৎসবের সঙ্গে ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উদযাপান উপলক্ষে ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রটেকশন ফান্ড অথরিটি (আইইপিএফএ) এবং দ্য ইন্সটিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (আইসিএসআই) -এর পক্ষ থেকে আজ লগ্নিকারীদের আরও বেশি ক্ষমতায়ণ শীর্ষক বিষয়ে জাতীয় স্তরের একটি সেমিনার আয়োজন করা হয়। এই সেমিনারে লগ্নিকারীদের সচেতন ও ক্ষমতায়ণে গত ৫ বছরে আইইপিএফএ-র বিভিন্ন প্রয়াসের কথা তুলে ধরা হয়।
ই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী রাও ইন্দ্ররজিৎ সিং। আইইপিএফএ-র প্রয়াসের প্রশংসা করে শ্রী সিং বলেন, এই সংস্থাটি এখনও পর্যন্ত ৫৫ হাজারেরও বেশি কর্মসূচির আয়োজন করেছে, যেখানে লগ্নিকারীদের সচেতনতা ও ক্ষমতায়ণ বরাবর প্রাধান্য পেয়েছে। এমনকি এই সংস্থাটি দেশে গ্রাম ও শহরাঞ্চলে প্রত্যক্ষ বিনিয়োগ সচেতনতা কর্মসূচির মাধ্যমে লগ্নিকারীদের গ্রাহকের চাহিদা সম্পর্কেও সংবেদনশীল করে তোলার কাজ করেছে।
কোভিড-১৯ মহামারীজনিত দেশব্যাপী লকডাউন ও বিধিনিষেধ সত্বেও আইইপিএফএ ধারাবাহিক ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, বেতার ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে আর্থিক সচেতনতামূলক বার্তা প্রচার করেছে।
কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী রাজেশ ভার্মা বলেন, আইইপিএফএ ৫ বছরের যাত্রাপথে কেবল তার লভ্যাংশ এবং বাজারে অংশীদারিত্বের শেয়ার বৃদ্ধি করতে সক্ষম হয়নি, সেই সঙ্গে একাধিক প্রযুক্তি নির্ভর এবং নাগরিক কেন্দ্রিক প্রয়াস গ্রহণের মাধ্যমে লগ্নিকারীদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে সুবিধা প্রদান করেছে।
এই উপলক্ষে আইইপিএফএ ই-নিউজ লেটারের প্রথম সংস্করণ প্রকাশ করা হয়।
CG/BD/AS/
(Release ID: 1753013)
Visitor Counter : 245