যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোল ইন্ডিয়া লিমিটেড ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিলে ৭৫ কোটি টাকা দিয়েছে

Posted On: 07 SEP 2021 1:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের ক্রীড়া বিভাগের জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল (ন্যাশনাল স্পোর্টস্‌ ডেভেলপমেন্ট ফান্ড বা এনএসডিএফ), কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)-এর সঙ্গে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। কোল ইন্ডিয়া, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার জন্য বরাদ্দকৃত অর্থ থেকে এনএসডিএফ’কে ৭৫ কোটি টাকা অনুদান হিসাবে দেবে। সমঝোতাপত্র স্বাক্ষরের সময় কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর, দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক, ক্রীড়া দপ্তরের সচিব শ্রী রবি মিত্তল সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

শ্রী ঠাকুর বলেন, সম্প্রতি অলিম্পিকস্‌ ও প্যারালিম্পিকস্‌-এ আমাদের খেলোয়াড়দের অনবদ্য পারদর্শিতার প্রেক্ষিতে এনএসডিএফ’কে কোল ইন্ডিয়ার সাহায্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি প্যারালিম্পিকস্‌-এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ পারদর্শিতা দেখানোর জন্য ভারতীয় খেলাওয়াড়দের অভিনন্দন জানান। টোকিও প্যারালিম্পিকস্‌-এ ভারতীয় খেলোয়াড়রা মোট ১৯টি পদক জিতেছেন। কোল ইন্ডিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, কয়লা খনি থেকে আসা এই অর্থ আমাদের খেলোয়াড়দের মানোন্নয়নে সাহায্য করবে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের খেলোয়াড়রা যাতে আরও সাফল্য অর্জন করতে পারেন, তার জন্য নানা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই অর্থ প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নে যথাযথভাবে ব্যয় করা হবে। বিগত বছরগুলিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএসডিএফ-এ যথেষ্ট অর্থ সাহায্য করেছে। সাই এবং এলএনআইপিই-র স্পোর্টস্‌ অ্যাকাডেমিগুলির আরও হস্টেলের প্রয়োজন। কোল ইন্ডিয়ার ৭৫ কোটি টাকা দিয়ে খেলোয়াড়দের জন্য তিনটি হস্টেল নির্মাণ করা হবে। এগুলির মধ্যে দুটি ব্যাঙ্গালোর ও ভোপালের সাই অ্যাকাডেমিতে এবং অপরটি গোয়ালিয়রে এলএনআইপিই-তে হস্টেল তৈরি করা হবে। সাই ও কোল ইন্ডিয়া যদি যৌথভাবে একটি স্পোর্টস্‌ অ্যাকাডেমি বানায়, তা হলে দেশের ক্রীড়া সংস্কৃতি উন্নতি ঘটবে বলে মন্ত্রী জানান। তিনি এনএসডিএফ-এ মুক্ত হস্তে সাহায্য করার জন্য সব রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেট সংস্থা ও ব্যক্তি-বিশেষকে অনুরোধ জানান। ভারতকে খেলাধূলায় সর্বোচ্চ স্থানে পৌঁছনোর কাজে সংশ্লিষ্ট সংস্থাগুলির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অর্থ ব্যয়ের জন্য তিনি প্রস্তাব দেন।

শ্রী প্রামাণিক বলেন, কোল ইন্ডিয়া ভারতের ক্রীড়া সংস্কৃতিকে সবসময়েই সাহায্য করে এসেছে। তাদের অর্থ যথাযথভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যয় করা হবে বলে তিনি আশ্বাস দেন। ক্রীড়া সচিব শ্রী মিত্তল বলেন, তিনটি হস্টেল নির্মাণের ফলে সংশ্লিষ্ট জায়গাগুলিতে জাতীয় কোচিং শিবির আয়োজনের সুবিধা হবে। তিনি ভবিষ্যতেও এনএসডিএফ-এ মূল্যবান সাহায্য বজায় রাখার জন্য কোল ইন্ডিয়াকে অনুরোধ জানান। 

কোল ইন্ডিয়ার সচিব শ্রী অনীল জৈন বলেন, দেশের ক্রীড়া ক্ষেত্রের মানোন্নয়নে সাহায্য করতে পেরে কোল ইন্ডিয়া গর্বিত। প্রতিভাবান খেলোয়াড়দের সাহায্য করা তাদের কর্তব্য। 

এনএসডিএফ-এ মূলত রাষ্ট্রায়ত্ত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সাহায্য করে। ৩১ মার্চ পর্যন্ত প্রাপ্ত হিসাবানুযায়ী কর্পোরেট সামাজিক দায়বদ্ধতায় এই তহবিলে ১৭০ কোটি টাকা জমা পড়েছে।  কেন্দ্র ক্রীড়া মন্ত্রককে আরও ১৬৪ কোটি টাকা দিয়েছে। এই তহবিলের সাহায্যে মন্ত্রক অ্যাকাডেমি তৈরি, পরিকাঠামোর মানোন্নয়ন এবং খেলোয়াড়দের সাহায্য করার পাশাপাশি, টার্গেট অলিম্পিকস্‌ পোডিয়াম স্কিমের মতো বিভিন্ন প্রকল্প রূপায়ণেও এর অর্থ ব্যয় হয়।

 

CG/CB/SB


(Release ID: 1752936) Visitor Counter : 229