স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য
Posted On:
06 SEP 2021 9:30AM by PIB Kolkata
নতুনদিল্লি, ৬ই সেপ্টেম্বর, ২০২১
দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ৬৮ কোটি ৭৫লক্ষ টিকা দেওয়া হয়েছে।
এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৮,৯৪৮ জন ।
মোট সংক্রমিতের ১.২৩% এখন চিকিৎসাধীন।
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৪লক্ষ ০৪হাজার ৮শো ৭৪জন ।
বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৭.৪৪%।
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ৮১হাজার ৯৯৫ জন।
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৪৩হাজার ৯০৩ জন।
সাপ্তাহিক সংক্রমিতের হার ৭৩ দিন ধরে ৩ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ২.৫৮%।
দৈনিক সংক্রমিতের হার গত ৭ দিন ধরে ৩ শতাংশের কম, আজ এই হার ২.৭৬%।
নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৩কোটি ১৪লক্ষ।
CG/CB/SFS
(Release ID: 1752533)
Visitor Counter : 243
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam