স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড – ১৯ মহামারীর কারণে ভারতে আটকে থাকা অথবা নির্ধারিত সময়ে অতিক্রম হওয়ার পরও এদেশে থাকা বিদেশীদের ভারতীয় ভিসা অথবা এদেশে থাকার অনুমতি ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো

प्रविष्टि तिथि: 02 SEP 2021 7:17PM by PIB Kolkata

নতুন দিল্লি সেপ্টেম্বর২০২১

 

কোভিড – ১৯ মহামারীর ফলে বিভিন্ন ভিসার মাধ্যমে যে সব বিদেশী নাগরিক ২০২০র মার্চের আগে ভারতে এসেছেনতারা এদেশ থেকে ফেরার বিমান পাচ্ছেন না। কেন্দ্র এই সব বিদেশীদের থাকার মেয়াদ ৩১শে আগস্টের পরিবর্তে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এর জন্য কোনো অতিরিক্ত অর্থ বা জরিমানা দিতে হবে না। সংশ্লিষ্ট বিদেশী নাগরিকদের এফআরআরও বা এফআরও – দপ্তরে গিয়ে বর্ধিত ভিসার জন্য কোনো আবেদনও করতে হবে না। তবেদেশ ছাড়ার আগে তারা ইএফিআরআরও পোর্টালে আবেদন করতে পারেন। এর জন্য় কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না।

৩০শে সেপ্টেম্বরের পর কেউ যদি ভিসার মেয়াদ বাড়াতে চানসেক্ষেত্রে তাকে ইএফআরআরও প্ল্যাটফর্মে অনলাইনের মাধ্যমে নির্ধারিত অর্থের বিনিময় কাজটি করতে হবে।  যে সব আফগান নাগরিক ভারতে রয়ে গেছেনতাঁদের ভিসা বাড়ানোর জন্য অবশ্য পৃথক নিয়মাবলী তৈরি করা হয়েছে।

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1752127) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil , Telugu