প্রতিরক্ষামন্ত্রক
গুজরাটের কেভাডিয়ায় ২০২২এর ডেফএক্সপো-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং
Posted On:
02 SEP 2021 4:11PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২ সেপ্টেম্বর, ২০২১
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী বিজয় রুপানী আজ গুজরাটের কেভাডিয়ায় ২০২২এর ডেফএক্সপো-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। ভূমি, জল, আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার প্রদর্শনী ডেফএক্সপো-এর দ্বাদশ সংস্করণ অনুষ্ঠিত হবে মার্চের ১০-১৩ তারিখ গুজরাটের গান্ধীনগরে।
বৈঠকে শ্রী সিং প্রতিরক্ষা মন্ত্রক এবং গুজরাট সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পূর্ববর্তী ডেফএক্সপো-এর বিষয়ে পর্যালোচনা করেন। ২০২০র ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্মৌয় ডেফএক্সপো সফলভাবে আয়োজিত হয়েছিল। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সংক্রান্ত এই প্রদর্শনীটি যথেষ্ঠ সফল ছিল। স্বাধীনতা ৭৫তম বর্ষে আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপনের সঙ্গে ২০২২এর ডেফএক্সপো অনুষ্ঠিত হবে।
প্রতিরক্ষা মন্ত্রী প্রস্তুতির পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা করেন পূর্ববর্তী এক্সপোগুলির থেকে আগামী এক্সপোতে আরও বেশি দেশ-বিদেশের সংস্থা অংশ নেবে। দেশে তৈরি সামগ্রীর গুণমান বিশ্বের চাহিদা অনুযায়ী তৈরি করার যে পরিকল্পনা সরকারের রয়েছে তা বাস্তবায়নের মধ্যে দিয়ে ভারত আন্তর্জাতিক স্তরে উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে বলে শ্রী সিং আশাপ্রকাশ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে, প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানি নির্ভরতা হ্রাস পাবে, ভারত প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানী করতে পারবে।
২০২২এর ডেফএক্সপো আয়োজনের জন্য প্রতিরক্ষা মন্ত্রক এবং গুজরাট সরকারের মধ্যে শ্রী সিং-এর উপস্থিতিতে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এই প্রদর্শনীর অঙ্গ হিসেবে হেলিপ্যাড এক্সিবিশন সেন্টারে কিছু স্টল থাকবে। মহাত্মা মন্দির কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে সেমিনারের আয়োজন করা হবে। এছাড়াও আমেদাবাদে সবরমতী নদীর তীরে প্রতিরক্ষা সরঞ্জাম হাতে-কলমে ব্যবহার করা দেখানো হবে। ২০২৪ সালের মধ্যে ভারতের ৫০০ কোটি মার্কিন ডলারের সমতুল প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানীর পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাকে সফল করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
কোভিড বিধি মেনে এই প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রতি বছর ডেফএক্সপো-এর ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে। ২০২০র ডেফএক্সপো ৭৫ হাজার বর্গমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয়। সেখানে ১ হাজারের বেশি সংস্থা যোগ দিয়েছিল। ২০০টি সংস্থার মধ্যে সমঝোতা হয়। ১২ লক্ষ মানুষ ২০২০র এক্সপোতে যোগদান করেন। ২০২১এ এয়ারো ইন্ডিয়া প্রদর্শনী কোভিড বিধি মেনে আয়োজিত হয়। ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত এই প্রদর্শনীর আয়োজন করেছিল প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক দপ্তর।
CG/CB/NS
(Release ID: 1752104)
Visitor Counter : 226