কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিশ্ব নারকেল দিবস উদযাপন

Posted On: 02 SEP 2021 4:55PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২  সেপ্টেম্বর, ২০২১

 

        কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ইন্টারন্যাশন কোকোনাট কমিউনিটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিশ্ব নারকেল দিবস উদযাপন করেছে। ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের অধীনস্থ সংস্থা ইন্টারন্যাশনাল কোকোনাট কমিউনিটি (আইসিসি)। নারকেল দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভারত নারকেল উৎপাদনে প্রথম সারির দেশ। ২০২০-২১ অর্থবর্ষে ২,১২,০৭০ লক্ষ নারকেল ভারতে উৎপাদিত হয়েছিল যার পরিমাণ সারা বিশ্বের নিরিখে ৩৪ শতাংশ। এদেশে প্রতি হেক্টর জমিতে ৯৬৮৭টি নারকেল উৎপন্ন হয় যা বিশ্বে সর্বোচ্চ। নারকেল থেকে উৎপাদিত সামগ্রীর সঙ্গে যুক্ত শিল্প এদেশে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কৃষকদের কর্মসংস্থান বাড়ছে।

        ২৩তম বিশ্ব নারকেল দিবসের মূল ভাবনা ‘কোভিড পরিস্থিতি এবং তার পরবর্তী সময়ে সুরক্ষিত, সমন্বিত, প্রাণবন্ত ও স্থিতিশীল নারকেল উৎপাদক সম্প্রদায় গড়ে তোলা।’ নারকেলের গুণাগুণ সম্পর্কে সচেতন করে তোলার জন্য নারকেল উন্নয়ন পর্ষদ প্রতি বছর এই দিনটি উদযাপন করে।  

        কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে নারকেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এই ক্ষেত্রের সম্ভাবনাকে পুরো কাজে লাগানোর পরামর্শ দেন। নারকেল চাষিদের কেন্দ্রের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান প্রধানমন্ত্রী কৃষকদের আয় বৃদ্ধির বিষয়ে সব রকমের উদ্যোগ নিয়েছেন। নারকেলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। শ্রী তোমর নারকেল চাষিদের আন্তর্জাতিক গুণমান বজায় রেখে ফসল উৎপাদনের পরামর্শ দেন যাতে নারকেলের রপ্তানী বৃদ্ধি পেতে পারে।

        কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতি শোভা করন্দলাজে বলেন, যেহেতু আমাদের দেশে ক্ষুদ্র ও প্রান্তিক চাষির সংখ্যা বেশি তাই নারকেল উৎপাদনে একজোট হয়ে কাজ করলে কৃষকদের আয় বাড়বে। কৃষি প্রতিমন্ত্রী শ্রী কৈলাশ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সরকার নারকেল চাষিদের রোজগার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কৃষিপণ্য উৎপাদক সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা হচ্ছে। দপ্তরের সচিব শ্রী সঞ্জয় আগরওয়াল, নারকেল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রী রাজবীর সিং অনুষ্ঠানে বিভিন্ন তথ্য তুলে ধরেন। নানা রাজ্যের উদ্যান পালন বিভাগের আধিকারিকরা এবং কৃষকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নারকেল চাষিদের ফলন বাড়ানোর বিষয়ে নানা পরামর্শ দেওয়া হয়েছে।

 

CG/CB/NS


(Release ID: 1752101) Visitor Counter : 184