তথ্যওসম্প্রচারমন্ত্রক

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে আয়োজিত আইকনিক সপ্তাহ উদযাপন শেষ হল

Posted On: 30 AUG 2021 5:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ আগস্ট, ২০২১

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সপ্তাহব্যাপী 'আইকনিক সপ্তাহ' উদযাপন রবিবার শেষ হয়েছে। মন্ত্রকের সমস্ত মিডিয়া ইউনিট গত ২৩ তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে উৎসাহের সঙ্গে অংশ নেয়। 

সপ্তাহব্যাপী অনুষ্ঠান উদযাপনের সব থেকে গুরুত্বপূর্ণ দিক ছিল সংবিধান প্রণয়ন সম্পর্কিত একটি ই-আলোকচিত্র প্রদর্শনী এবং চিত্রাঞ্জলী@75 শীর্ষক ভার্চুয়াল পোস্টার প্রদর্শনীর উদ্বোধন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর সহ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি, শ্রী অর্জুনরাম মেঘওয়াল, ডঃ এল মুরুগন এবং শ্রীমতী মীণাক্ষি লেখি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী কর্মসূচিতে দূরর্দশন নেটওয়ার্কের পক্ষ থেকে একাধিক ভারতীয় সিনেমা - নেতাজী, রাজি প্রভৃতি সম্প্রচার করা হয়। ন্যাশনাল ফ্লিম ডেভলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) তার ওটিটি প্ল্যাটফর্মে (www.cinemasofindia.com) একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। এই উৎসবে আইল্যান্ড সিটি, ক্রসিং ব্রিজ-এর মত একাধিক সিনেমা দেখানো হয়।  

দূরদর্শন ও আকাশবাণীর আঞ্চলিক সংবাদ বিভাগের পক্ষ থেকেও দৈনিক ব্যুলেটিনে স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামের স্মৃতিবিজড়িত স্থান এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলি নিয়ে বিশেষ প্রতিবেদন সম্প্রচারিত হয়। একই ভাবে কমিউনিটি রেডিও স্টেশনগুলির পক্ষ থেকেও বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানগুলিতে স্বাধীনতা সংগ্রামের অখ্যাত সেনানীদের অবদান, বীরত্ব, নিষ্ঠা ও আত্মবলিদানের নানা ঘটনা প্রচারিত হয়। 

ব্যুরো অফ আউটরিচ কমিউনিকেশনের আঞ্চলিক আউটরিচ কার্যালয়গুলির পক্ষ থেকেও নাটক, ইন্দ্রজাল, পুতুল নাচ, আবৃত্তি প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়। মন্ত্রকের মিডিয়া ইউনিট সং অ্যান্ড ড্রামা ডিভিশনের পক্ষ থেকেও সারা দেশজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। নেহরু যুবকেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিটের পক্ষ থেকেও স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে পদযাত্রা/শোভাযাত্রা আয়োজিত হয়। ব্যাঙ্গালুরুতে আঞ্চলিক আউটরিচ ব্যুরোর পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এক প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন। বিকানেরে অন্য এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুনরাম মেঘওয়াল আঞ্চলিক আউটরিচ ব্যুরো রাজস্থান শাখার পক্ষ থেকে আয়োজিত একটি প্রদর্শনী উদ্বোধন করেন। 

প্রেস ইনফর্মেশন ব্যুরোর আঞ্চলিক কার্যালয়গুলির পক্ষ থেকে সারা দেশজুড়ে বিভিন্ন বিষয়ে ওয়েবিনার আয়োজন করা হয়। এই ওয়েবিনারগুলির মূল বিষয় ছিল স্বাধীনতা সংগ্রামে সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে বীর সেনানীদের অবদান প্রভৃতি। স্বাধীনতা সংগ্রামে মুম্বাইয়ের ভূমিকা নিয়ে পিআইপি মুম্বাইয়ের পক্ষ থেকে আয়োজিত ওয়েবিনারে নবতিপর স্বাধীনতা সংগ্রামী রোহিনী গাভাঙ্কার বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। ভূবনেশ্বর আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকেও ওয়েবিনার আয়োজন করা হয়। ক্যুইজ প্রতিযোগিতা ও মতবিনিময়মূলক অনুষ্ঠানের মাধ্যমে আইকনিক সপ্তাহে তরুণ শ্রোতা-দর্শকদের সামিল করা হয়। 

সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে আইকনিক সপ্তাহ সফল হয়ে উঠেছে। আইকনিক সপ্তাহ উদযাপনের উদ্দেশ্য ছিল, আজাদি কা অমৃত মহোৎসবকে কেবল একটি সরকার পরিচালিত কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে গণআন্দোলনের রূপ দেওয়া। 

 

CG/BD/AS/



(Release ID: 1750596) Visitor Counter : 299