প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন

Posted On: 24 AUG 2021 8:44PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৪শে আগস্ট, ২০২১


 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিনের সঙ্গে কথা বলেছেন।

দুই নেতা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট অঞ্চলে ও বিশ্বে এর কি প্রভাব পরবে তা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। দুই কৌশলগত অংশীদার একসঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং এর জন্য তাঁরা পদস্থ আধিকারিকদের যোগাযোগ রেখে চলতে বলেছেন।  

কোভিড মহামারীর মধ্যে উদ্ভূত চ্যালেঞ্জের মধ্যেও দুটি দেশের মধ্যে “বিশেষ কৌশলগত অংশীদারীত্ব”র সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার বিষয়ে দুই নেতা সন্তোষ প্রকাশ করেছেন। ‘স্পুটনিক ভি’ টিকা উৎপাদন ও সরররাহসহ কোভিড মহামারীর বিরূদ্ধে লড়াই-এ যে দ্বিপাক্ষিক সহযোগিতা বজায় রাখা হয়েছে, তাঁরা তার প্রশংসা করেন।  

ব্রিকস শীর্ষ সম্মেলন , সাংহাই সহযোগিতা সংগঠনের রাষ্ট্রপ্রধানদের পরিষদের বৈঠক এবং পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামে ভারতের অংশগ্রহণ সহ আসন্ন বহুস্তরীয় নানান কর্মসূচী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।  

পরবর্তী দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি পুতিনের ভারত সফরের বিষয়ে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে শ্রী মোদী জানান। উভয় নেতা আফগানিস্তান পরিস্থিতি সহ দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যোগাযোগ  রেখে চলার সিদ্ধান্ত নিয়েছেন।    

 

CG/CB/



(Release ID: 1749117) Visitor Counter : 181