তথ্যওসম্প্রচারমন্ত্রক
শ্রী অপূর্ব চন্দ্র তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন
Posted On:
23 AUG 2021 6:00PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৩ আগস্ট, ২০২১
১৯৮৮ সালে মহারাষ্ট্র ব্যাচের আইএএস শ্রী অপূর্ব চন্দ্র আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সিভিল ইঞ্জিনিয়ার শ্রী চন্দ্র দিল্লী আইআইটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। শ্রী অপূর্ব চন্দ্র এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্বভার সামলেছেন। গত বছর সংসদে পাশ হওয়া শ্রম বিধি দ্রুত কার্যকর করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর তত্ত্বাবধানে সকল পক্ষের সঙ্গে একাধিকবার পরামর্শের পর চারটি শ্রম বিধির জন্য নিয়ম প্রণয়ন করা হয়েছে। বাজেটে বরাদ্দকৃত ২৩ হাজার কোটি টাকা খরচ করে প্রাথমিক ক্ষেত্রে ৭৮.৫ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা চালু করার ক্ষেত্রেও তাঁর গূরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শ্রী অপূর্ব চন্দ্র এর আগে ২০১৭ সালে প্রতিরক্ষা মন্ত্রকের (অধিগ্রহণ)বিভিগের মহানির্দেশক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়ার খসড়া তৈরির জন্য গঠিত কমিটি সভাপতিত্বও করেছেন তিনি। ২০১৩-২০১৭ সালের মধ্যে শ্রী চন্দ্র মহারাষ্ট্র সরকারের শিল্প বিভাগের প্রধান সচিব হিসেবে কাজ করেছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকেও ৭ বছর কর্মরত ছিলেন। শিল্প ক্ষেত্রে জ্বালানী সরবরাহ, নগর গ্যাস বন্টন কোম্পানী তৈরি, জ্বালানী পণ্য সংরক্ষণ ও বিতরণ ইত্যাদি বিষয়ে নীতি প্রণয়নের ক্ষেত্রেও যুক্ত ছিলেন তিনি। শ্রী চন্দ্র রাষ্ট্রায়ত্ব সংস্থা জিএআইএল ইন্ডিয়া লিমিটেড এবং পেট্রোনেট এলএনজি লিমিটেডের পরিচালন পর্ষদের দায়িত্বও সামলেছেন তিনি।
CG/SS/NS
(Release ID: 1748406)
Visitor Counter : 227