প্রতিরক্ষামন্ত্রক
হায়দ্রাবাদ নৌচালন সপ্তাহের ৩৫তম সংস্করণ
Posted On:
20 AUG 2021 10:23AM by PIB Kolkata
নতুনদিল্লি, ২০শে আগস্ট, ২০২১
হায়দ্রাবাদ নৌচালন সপ্তাহের ৩৫তম সংস্করণের নৌচালন চ্যাম্পিয়ানশিপ হায়দ্রাবাদের হুসেন সাগর হৃদে অনুষ্ঠিত হল । ১৩ থেকে ১৯শে আগস্ট দেশের বিভিন্ন প্রান্তের ১২০ জন নাবিক এই প্রতিযোগতায় অংশ নিয়েছেন। ইয়েটিং অ্যাসোশিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতায় লেজার স্ট্যান্ডার্ড ৪.৭ এবং রেডিয়াল ক্লাস নৌকা নিয়ে আইএনডাব্লুটিসি-র মুম্বাইয়ের ৯ জন ও বিশাখাপত্তনমের ৫ জন সদস্য, আইএনএস মান্ডভীর নেভি বয়েজ স্পোর্টস কোম্পানির ৬ জনের অংশগ্রহন ছিল নজর কাড়া । অলিম্পিক্সে লেজার স্ট্যান্ডার্ড নৌকা ব্যবহৃত হয়। ১৯৮৬ সাল থেকে নৌচালনার এই জাতীয় প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলারা অংশ নেন ।
সমাপ্তি অনুষ্ঠানে ইয়েটিং অ্যাসোশিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি নৌবাহিনীর প্রধান করমবীর সিং উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগিদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
CG/CB/
(Release ID: 1747668)
Visitor Counter : 181