স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারত কোভিড-১৯ টিকাকরণের ৫৬ কোটি ৬৪ লক্ষেরও বেশি ডোজ দেওয়া হয়েছে

বর্তমানে আরোগ্য লাভের হার ৯৭.৫৩%, ২০২০-র মার্চের পর যা সর্বোচ্চ
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন
ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯, ১৪৯ দিনের মধ্যে যা সর্বনিম্ন
মোট সংক্রমিতের ১.১৩ শতাংশ চিকিৎসাধীন, ২০২০’র মার্চের পর যা সর্বনিম্ন
২৪ দিন ধরে দৈনিক সংক্রমিতের হার ৩ শতাংশের কম – ১.৯৪ শতাংশ

Posted On: 19 AUG 2021 10:07AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ অগাস্ট, ২০২১

দেশে এ পর্যন্ত ৫৬,৬৪,৮৮,৪৩৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৫৬,৩৬,৩৩৬ জনকে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১,০৩,৫২,০২৮ জন টিকার প্রথম ডোজ এবং ৮১,৫৬,৯১০ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮২,৯৫,২৮৮ জন প্রথম ডোজ এবং ১,২৩,৭৫,৯৪৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,৮৪,৭৯,৮৭৪ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,৭৩,২১,৮৬৪ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১২,০৫,১৪,৭৮৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪,৭৩,৪৫,৬৪৭ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ৮,২৪,৬০,১৯০ জন প্রথম ডোজ এবং ৪,১১,৮৫,৮৯৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
২১ জুন থেকে সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় শুরু হয়েছে। দেশ জুড়ে টিকাকরণ অভিযানকে আরও দ্রুত করার জন্য কেন্দ্র অঙ্গীকারবদ্ধ।
কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ১৫৭ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৭.৫৩ শতাংশ। ২০২০’র মার্চের তুলনায় যা সর্বোচ্চ।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন। গত ৫৩ দিন ধরে নতুন করে সংক্রমিত হচ্ছেন ৫০ হাজারেরও কম। কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মিলিত প্রয়াসের সুফল পাওয়া যাচ্ছে। দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। বর্তমানে ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯ জন চিকিৎসাধীন। গত ১৪৯ দিনের মধ্যে যা সর্বনিম্ন। দেশে মোট সংক্রমিতের মাত্র ১.১৩ শতাংশ চিকিৎসাধীন।
দেশ জুড়ে নমুনা পরীক্ষার হার বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৭৩ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৫০ কোটি ৩ লক্ষ ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
একদিকে যখন নমুনা পরীক্ষা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার নিম্নমুখী। বর্তমানে এই হার ১.৯৫ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ১.৯৪ শতাংশ। গত ২৪ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের কম আর ৭৩ দিন ধরে ৫ শতাংশের কম।

CG/CB/SB



(Release ID: 1747424) Visitor Counter : 174