প্রতিরক্ষামন্ত্রক

স্বর্নিম বিজয় বর্ষের বিজয় মশাল কার নিকোবরের বিমানবাহিনী কেন্দ্রে গিয়ে পৌঁছেছে

Posted On: 18 AUG 2021 11:18AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ আগস্ট, ২০২১

বিশেষ দ্রষ্টব্য সমূহ-
* স্বর্নিম বিজয় বর্ষ স্মরণে ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন
* ১৯৭১-এর যুদ্ধে ভারতের জয় লাভের স্মরণে প্রাক্তন সেনা কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান
* বিজয় মশাল সঙ্গে নিয়ে সশস্ত্রবাহিনীর ২০০ জন জোওয়ানের বিজয় দৌড়
* সবুজ ভারত অভিযানের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি
স্বর্নিম বিজয় বর্ষ উপলক্ষে কার নিকোবরে ভারতীয় বিমান বাহিনীর কার্যালয়ে এক ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭১-এর যুদ্ধে ভারতের জয় লাভের স্মরণে বিজয় মশাল সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কার নিকোবরের ডেপুটি কমিশনার শ্রী যশ চৌধুরী ছাড়াও স্থানীয় প্রশাসন এবং সামরিক বাহিনীর আধিকারিক ও প্রাক্তন কর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৭১-এর যুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক জয় সম্পর্কে আলোকপাত করা হয়। প্রাক্তন সেনা কর্মীদের কার নিকোবর বিমান বাহিনীর স্টেশন কমান্ডার সংবর্ধিত করেন।
পরে একটি বিজয় দৌড়ের আয়োজন করা হয়। বিজয় মশাল সঙ্গে নিয়ে সশস্ত্র বাহিনীর প্রায় দুশ জন জোয়ান এই দৌড়ে অংশ নেয়। সবুজ ভারত অভিযানের অংশ হিসেবে বিমানবাহিনীর কার্যালয়ের ভিতর বৃক্ষরোপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

CG/ SB

 



(Release ID: 1746992) Visitor Counter : 167