বিদ্যুৎমন্ত্রক

গ্রীন হাইড্রোজেনের বিষয়ে ভারতকে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে ব্রিটেন

Posted On: 17 AUG 2021 4:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ অগাস্ট, ২০২১

চলতি বছরের মার্চ পর্যন্ত ভারতে ১৬,৩৬৯ মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদিত হয়েছে । কেন্দ্রীয় বিদ্যুৎ ও পুনর্নবিকরণ মন্ত্রকের মন্ত্রী শ্রী আর কে সিং আজ জলবায়ু পরিবর্তন সম্মেলন(সিওপি)-২৬-এর বৈঠকের সভাপতি অলোক শর্মার সঙ্গে আলোচনায় একথা জানিয়েছেন । বৈঠকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে আলোচনা করা হয় । এদিনের বৈঠকে ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার এবং বিদ্যুৎ মন্ত্রকের সচিব ও পুনর্নবিকরণ শক্তি মন্ত্রকের সচিবও উপস্থিত ছিলেন। বৈঠকে অলোক শর্মা জানান, গ্রীন হাইড্রোজেনের বিষয়ে ব্রিটেন ভারতকে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে । উভয় দেশই সবুজ শক্তিক্ষেত্রের জন্য একটি বিশ্বব্যাঙ্ক প্রতিষ্ঠার সম্ভাবনার বিষয় খতিয়ে দেখার ইচ্ছা প্রকাশ করেছে বলেও জানান তিনি । প্যারিস চুক্তির আওতায় উন্নত দেশগুলি জলবায়ু পরিবর্তন রোধে ১০০ বিলিয়ন মার্কিন ডলার খরচের বিষয়ে প্রস্তাব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সিওপি -২৬ সফলভাবে আয়োজনের জন্য ব্রিটেন ভারতের সাহায্যও চেয়েছে।
বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী আর কে সিং উপকূলীয় বাতাসকে কাজে লগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্রিটেনের সহযোগিতাও চেয়েছেন । বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে খরচ কমাতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপরেও জের দেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী এদিন এই বৈঠকে জানান যে, ভারত একমাত্র জি-২০ সদস্যভুক্ত দেশ, যে প্যারিস চুক্তির আওতায় নির্ধারিত সূচি অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করে চলেছে ।

CG/SS/RAB



(Release ID: 1746908) Visitor Counter : 195