তথ্যওসম্প্রচারমন্ত্রক

প্রতি বছর ১৪ই আগস্টকে বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

Posted On: 14 AUG 2021 3:06PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৪  আগস্ট, ২০২১

 

        দেশভাগ এবং বাস্তুচ্যুত হওয়ার কারণে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের জন্য সরকার প্রতি বছর ১৪ই আগস্ট বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই দিনটি বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের ভারতীয়দের দেশ ভাগের যন্ত্রনার কথা স্মরণ করাতে সাহায্য করবে।  

        একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী এই দিন পালনের বিষয়ে বলেছেন,

        “দেশভাগের যন্ত্রণা কখনোই ভুলবার নয়। হিংসা এবং ঘৃণার কারণে আমাদের লক্ষ লক্ষ বোন এবং ভাই বাস্তুচ্যুত হয়েছেন ও মারা গেছেন। আমাদের জনসাধারণের সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করে ১৪ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হবে।     

        #PartitionHorrorsRemembranceDay উদযাপনের মাধ্যমে সামাজিক বিভাজন, বিবাদের বিষাক্ত পরিবেশ নির্মূল করতে হবে এবং একতা, সামাজিক সম্প্রীতি ও মানবিক সংবেদনশীলতাকে শক্তিশালী করতে হবে।”  

        ভারত ১৯৪৭এর ১৫ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। যেকোন দেশের মতো ভারতের কাছেও স্বাধীনতা দিবস আনন্দ ও গর্বের একটি অনুষ্ঠান। তবে স্বাধীনতার সুখ স্মৃতির মাঝে দেশভাগের যন্ত্রণাও এসেছিল। বিভাজনের কারণে হিংসার পরিবেশ  সদ্য জন্ম নেওয়া স্বাধীন ভারতের সঙ্গী হয়েছিল, লক্ষ লক্ষ ভারতবাসীর মনে যা চিরস্থায়ী ক্ষতের সৃষ্টি করেছে।

        দেশভাগের কারণে মানব ইতিহাসে সর্ববৃহৎ দেশান্তরিত হওয়ার ঘটনা ঘটে। প্রায় ২ কোটি মানুষের জীবন এর ফলে প্রভাবিত হয়। লক্ষ লক্ষ পরিবার তাদের পূর্বপুরুষের গ্রাম/শহর ছেড়ে উদ্বাস্তু জীবন গ্রহণে বাধ্য হয়।  

        ২০২১এর ১৪ এবং ১৫ই আগস্টের মধ্য রাত্রে সারা দেশ ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। একইসঙ্গে দেশভাগের যন্ত্রণা এবং হিংসা জাতির স্মৃতিপটে গভীরভাবে প্রোথিত হয়ে থাকবে। দেশ বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এবং তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে এগিয়ে চলেছে। কিন্তু দেশ ভাগের যন্ত্রণা কোনোদিনই ভুলবার নয়। আমরা যখন আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করবো তখন  আমাদের প্রিয় মাতৃভূমির যেসমস্ত সন্তান হিংসার শিকার হয়েছিলেন তাঁদেরও কৃতজ্ঞ জাতি বিনম্র চিত্তে স্মরণ করবে।    

 

 CG/CB/NS



(Release ID: 1745862) Visitor Counter : 489