স্বরাষ্ট্র মন্ত্রক

১৪ আগস্ট দিনটি 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস'পালনের জন্য প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী

Posted On: 14 AUG 2021 3:02PM by PIB Kolkata

নতুন দিল্লি,১৪আগস্ট,২০২১

 

১৪ আগস্ট দিনটি 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস'পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ্।এক ট্যুইটে শ্রী শাহ্ বলেছেন"দেশ ভাগের সময় হিংসা ও বিদ্বেষের ছায়ায় ভিটে-মাটি ছাড়া আমাদের অগণিত বোন ও ভাইদের আত্মত্যাগ এবং সংগ্রামের স্মরণে, শ্রী নরেন্দ্র মোদী ১৪ আগস্ট দিনটি বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন।এই সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি শ্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাই "।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “দেশভাগের ক্ষত এবং প্রিয়জন হারানোর শোককে ভাষায় বর্ণনা করা যাবে না।  আমি নিশ্চিত যে 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' সমাজ থেকে বৈষম্য এবং বিদ্বেষ দূর করে শান্তি, ভালবাসা ও ঐক্যকে শক্তিশালী করে তুলবে "।

 

CG/SS



(Release ID: 1745852) Visitor Counter : 221