পর্যটনমন্ত্রক

ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার পর্যটন মন্ত্রীদের নিয়ে ভারতের উদ্যোগে ভার্চুয়াল বৈঠক

Posted On: 13 AUG 2021 3:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ আগস্ট, ২০২১

 

মূল বিষয় সমূহ-

* কোভিড-১৯-এর প্রভাব  কাটিয়ে উঠে পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার আশ্বাস নিয়ে ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার পর্যটন মন্ত্রীদের বৈঠক

* তিন দেশের মন্ত্রীরা বিভিন্ন পর্যটন কার্যক্রম  বাস্তবায়নের জন্য পারস্পারিক ভাবে সম্মত হয়েছেন

ভারতের পক্ষ থেকে গতকাল ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পর্যটন মন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পর্যটন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি, ব্রাজিলের পক্ষে সেদেশের পর্যটন মন্ত্রী এইচ ই মিস্টার গিলসন মাচাডো নেটো এবং দক্ষিণ আফ্রিকার উপ পর্যটন মন্ত্রী এইচ ই মিস্টার ফিস আমোস মাহলালেলা।

তিন দেশের মন্ত্রীদের মধ্যে পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ভারতের পক্ষে পর্যটন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি করোনা টিকাকরন অভিযানের কথা উল্লেখ করে বলেন, ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যারা এ পর্যন্ত ৫০০ মিলিয়ন টিকার ডোজ দিতে পেরেছে। 

ত্রিদেশীয় এই চুক্তির লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য সদস্য ভুক্ত দেশ গুলির মধ্যে সম্পর্ক জোরদার করা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা ও পর্যটন ক্ষেত্রে প্রসার ঘটানো।

 

CG/ SB



(Release ID: 1745627) Visitor Counter : 231