তথ্যওসম্প্রচারমন্ত্রক

অলিম্পিক্সে প্রসার ভারতীর ব্যয় সাশ্রয়ী এবং বিস্তারিত সম্প্রচার লক্ষ লক্ষ ডিজিটাল শ্রোতা দর্শকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে

Posted On: 13 AUG 2021 12:17PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৩ আগস্ট, ২০২১

টোকিও অলিম্পিক্স ২০২০তে ভারতীয় দল বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। দলের সদস্যদের কিছু পারফরমেন্স এর আগে কোন অলিম্পিক্সে দেখা যায়নি। এই অভূতপূর্ব সাফল্য নতুন ভারতের কাছে নতুন আশা সঞ্চার করেছে। সরকারি মাধ্যম হিসেবে প্রসার ভারতী তার সমন্বিত ভূমিকা পালন করেছে, যার ফলে ভারতের প্রতিটি প্রান্তে প্রত্যেক নাগরিক অলিম্পিক্সের বিভিন্ন খেলার স্বাদ পেয়েছেন।
আমাদের চ্যাম্পিয়ানরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নজির দেখিয়েছেন। প্রসার ভারতী বেতার, টেলিভিশন এবং স্মার্ট ফোনের মাধ্যমে ক্রীড়াবিদদের সাফল্য সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
আকাশবাণী ক্রীড়া বিভাগ এবং ডিডি স্পোর্টস-এর সম্প্রচার সব বয়সী, সব শ্রেণীর, সব জায়গার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। প্রসার ভারতীর ইউটিউব চ্যানেল এবং নিউজ অন এআইআর অ্যাপ ব্যবহার করে লক্ষ লক্ষ শ্রোতা দর্শক অলিম্পিক্সের খেলা দেখেছেন।
ডিডি ন্যাশনালে ৬৬ লক্ষ দর্শক ২ লক্ষ ৬০ হাজার ঘণ্টা অলিম্পিক্সের অনুষ্ঠান দেখেছেন। প্রসার ভারতী স্পোর্টস-এ ৫৮ লক্ষ শ্রোতা দর্শক ১ লক্ষ ৪০ হাজার ঘণ্টা অলিম্পিক্সে অনুষ্ঠিত বিভিন্ন খেলা উপভোগ করেছেন।
দায়িত্বশীল সরকারি সম্প্রচারক হিসেবে প্রসার ভারতী দেশের প্রত্যন্ত অঞ্চলে সকলে যাতে অলিম্পিক্সের তথ্য পান তা নিশ্চিত করেছে। একইসঙ্গে আমাদের ভিন্নভাবে সক্ষম নাগরিকদের কথা বিবেচনা করে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়। ১৪ জন সাইন ল্যাঙ্গুয়েজ শিল্পীকে ব্যবহার করে প্রসার ভারতী ২৪০ ঘণ্টা অলিম্পিক্সের বিভিন্ন অনুষ্ঠানের ধারা বিবরণী সম্প্রচার করেছে। এই প্রতিযোগিতার বিভিন্ন না জানা তথ্য আকাশবাণীর ১৬ জন ধারাভাষ্যকার শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন।
টোকিও অলিম্পিক্স ২০২০তে ডিজিটাল মাধ্যমে সামগ্রিকভাবে বহুমুখী উপায়ে শ্রোতা দর্শকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের পাশাপাশি উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এছাড়াও ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বদের ওপর নানা অনুষ্ঠানের পাশাপাশি অলিম্পিক্সে যেসব ভারতীয় খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন তাঁদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

CG/CB/NS



(Release ID: 1745516) Visitor Counter : 200