যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর ১২ আগস্ট বিজ্ঞানভবনে ২২ প্রাপককে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ বর্ষের জন্য জাতীয় যুব পুরস্কার প্রদান করবেন

যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামানিক এস ও এল ভি ই ডি- চ্যালেঞ্জের বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন

Posted On: 11 AUG 2021 5:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ আগষ্ট, ২০২১

মূল লক্ষনীয় বিষয়-
* ২০১৭-১৮ বছরের জন্য মোট ১৪টি এবং ২০১৮-১৯ বছরের জন্য ৮ টি জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে
* পুরস্কার হিসাবে প্রাপকদের একটি পদক, একটি শংসাপত্র এবং ব্যক্তিগত পর্যায়ে নগদ হিসেবে এক লক্ষ টাকা এবং সংস্থাগত ভাবে নগদ হিসেবে তিন লক্ষ টাকা দেওয়া হবে
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আগামী ১২ আগস্ট নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ বছরের জন্য জাতীয় যুব পুরস্কার প্রদান করবেন।
জাতীয় যুব দিবস-২০২১ কে স্মরণীয় করে তুলতে ওই দিন কৃষি- উদ্যোগের চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত, সামাজিক উদ্দেশ্য নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী উদ্যোগ উন্নয়ন ( এস ও এল ভি ই ডি) এর ১০ জন তরুণ উদ্যোগী দলকে সম্মানিত করবেন রাজ্যের যুববিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামানিক।
ব্যক্তিগত এবং সংস্থাগত পর্যায়ে মোট ২২ টি জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে ২০১৭-১৮ বর্ষে মোট ১৪ টি পুরস্কারের মধ্যে ১০ টি ব্যক্তিগতভাবে ও ৪ টি সংস্থাগত পর্যায়ে দেওয়া হবে।
অন্যদিকে, ২০১৮-১৯ বছরের জন্য মোট ৮ টি পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে ৭ টি ব্যক্তিগত পর্যায়ে ও একটি সংস্থাগত পর্যায়ে রয়েছে।
পুরস্কার হিসাবে প্রাপকদের একটি পদক, একটি শংসাপত্র এবং ব্যক্তিগত পর্যায়ে নগদ এক লক্ষ টাকা আর সংস্থাগত পর্যায়ে নগদ ৩ লক্ষ টাকা দেওয়া হবে।
যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় যুব পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে বয়স ধরা হয়েছে ১৫ থেকে ২৯ বছর পর্যন্ত। অন্যদিকে, সংস্থাগত পর্যায়ে স্বাস্থ্য ক্ষেত্রে অথবা মানবাধিকার ক্ষেত্রে কিংবা সক্রিয় নাগরিকতা বা সম্প্রদায় গত সেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়ে থাকে।
এই জাতীয় যুব পুরস্কারে ভূষিত করার উদ্দেশ্য হচ্ছে, যুবদের জাতি বা সমাজ গড়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা।

CG/ SB

 



(Release ID: 1744946) Visitor Counter : 177