পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
গৃহস্থের জন্য ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সরকার নিয়ন্ত্রণ করে
Posted On:
09 AUG 2021 2:38PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৯ আগস্ট, ২০২১
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলী লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন ২০১১-১২ অর্থবর্ষে সরকার ৭,০৩,৫২৫ কোটি টাকা জ্বালানীর ভর্তুকি বাবদ ব্যয় করেছে। ২০২১-২২ অর্থবর্ষে রান্নার গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের ভর্তুকির জন্য বাজেট বরাদ্দ ১২,৯৯৫ কোটি টাকা।
দেশে পেট্রোপণ্যের দাম আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে ওঠানামা করে। সরকার গৃহস্থের জন্য ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণ করে থাকে। তবে ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম তেল কোম্পানীগুলি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সাযুজ্য রেখে পরিবর্তন করে। সরকারের ভর্তুকি সংক্রান্ত সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যের ওঠানামার ওপর ভিত্তি করে ভর্তুকির চূড়ান্ত পরিমাণ নির্ধারিত হয়।
CG/CB/NS
(Release ID: 1744136)