গ্রামোন্নয়নমন্ত্রক
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে দেশজুড়ে গ্রামীণ স্ব-নিযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ৮৭টি ভ্রাম্যমান শিবিরের আয়োজন করেছে
Posted On:
06 AUG 2021 12:34PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৬ আগস্ট, ২০২১
অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে ৩০ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সারা দেশে গ্রামীণ স্বনিযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ৮৭টি ভ্রাম্যমান শিবিরের আয়োজন করেছে। আজাদি কা অমৃত মহোৎসব হল দেশের স্বাধীনতার ৭৫-তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের আয়োজিত একটি ধারাবাহিক অনুষ্ঠান।
দেশের ১৯টি রাজ্যে ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৭টি জেলায় ৮৭টি ভ্রাম্যমান শিবিরের আয়োজন করা হয়। এই ভ্রাম্যমান শিবিরগুলিতে অংশগ্রহণকারীদের একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রামীণ স্ব-নিযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আওতায় ৬৪টি পাঠক্রমে ইতিমধ্যেই ৩৭ লক্ষ ৮১ হাজারেরও বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তর এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১৮-৪৫ বছর বয়সীরাই মূলত এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। গ্রামীণ যুব সম্প্রদায় প্রশিক্ষণের পর ,যাতে লাভজনক কোনো সংস্থায় কর্মসংস্থানের সুযোগ পান সেইজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
CG/SS/NS
(Release ID: 1743292)
Visitor Counter : 175