স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৪৮ কোটি ৯৩ লক্ষ ছাড়িয়েছে
জাতীয় স্তরে সুস্থাতর হার বর্তমানে ৯৭.৩৭ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯৮২
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৭৬, যা দেশে বর্তমানে মোট আক্রান্তের ১.২৯ শতাংশ
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৫৮ শতাংশ, যা গত ১০ দিন ৩ শতাংশের নীচে
प्रविष्टि तिथि:
05 AUG 2021 10:19AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২১
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৪৮ কোটি ৯৩ লক্ষ ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৪৮ কোটি ৯৩ লক্ষ ৪২ হাজার ২৯৫। একইভাবে গত ২৪ ঘণ্টায় ৩৭ লক্ষ ৫৫ হাজার ১১৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
|
স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
১,০৩,২১,২১৮
৭৯,১৬,৯৯৭
|
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
১,৮০,১২,৪৮১
১,১৫,৩৪,৭৭৯
|
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
১৬,৬৪,৩৭,৭৩৮
১,০২,৭৬,৫৮৪
|
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
১০,৯০,৯১,৫০৬
৪,০৯,৪৪,৬০০
|
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৭,৭২,৬৩,৩৩২
৩,৭৫,৪৩,০৬০
|
|
মোট
|
|
৪৮,৯৩,৪২,২৯৫
|
সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণের নতুন পর্যায় গত ২১ জুন থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।
মহামারী শুরুর সময় থেকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যেই ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজার ৭৪৮ জন আরোগ্য লাভ করেছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৪১ হাজার ৭২৬ জন রোগী করোনামুক্ত হয়েছেন। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৩৭ শতাংশে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯৮২। এর ফলে, গত ৩৯ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারেরও নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে।
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ দাঁড়িয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৭৬, যা মোট আক্রান্তের কেবল ১.২৯ শতাংশ।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৭ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ৩৬৩।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে বর্তমানে ২.৩৭ শতাংশে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার আজ ২.৫৮ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৫৯ দিন ৫ শতাংশের নীচে রয়েছে।
CG/BD/SB……05_AUGUST_2021...…(393)…..(1742599)
(रिलीज़ आईडी: 1742728)
आगंतुक पटल : 288
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam