সংস্কৃতিমন্ত্রক

সরকার নেতাজী সুভাষ চন্দ্র বসু জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে : শ্রী জি. কিষাণ রেড্ডি

Posted On: 02 AUG 2021 3:19PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২  আগস্ট, ২০২১

 

Ø কেন্দ্র নেতাজীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রস্তাব অনুমোদন করেছে

Ø নতুন দিল্লীর লালকেল্লায় নেতাজী সুভাষ চন্দ্র বসু সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে।

Ø ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে স্বীকৃতি  উপলক্ষ্যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী কেন্দ্রীয় সরকার যথাযথভাবে উদযাপন করছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে  পৌরোহিত্য করেন।

নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মারক মুদ্রা এবং ডাক টিকিট এই অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে। কলকাতায় ২৩ জানুয়ারি এবং জব্বলপুরে ৫ মার্চ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।

১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিশিষ্ট ব্যক্তি, ঐতিহাসিক, লেখক, বিশেষজ্ঞ এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর পরিবারের সদস্য ও আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। ২৩শে জানুয়ারিকে পরাক্রম দিবস ঘোষণা করার জন্য ১৯শে জানুয়ারি একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।     

কেন্দ্র, নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা উদযাপনের জন্য বেশ কিছু প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে : লালকেল্লায় এবং কলকাতার নীলগঞ্জে আজাদ হিন্দ বাহিনীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ, নেতাজী ও আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি, আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের বিচার প্রক্রিয়ার ওপর ডকুমেন্টরি তৈরি, কর্নেল ধিলোঁ এবং জেনারেল শাহনওয়াজ খানের জীবনকথা প্রকাশ, আজাদ হিন্দ বাহিনীর ছবি সম্বলিত বই, নেতাজীর জীবনকথা নিয়ে ছোটদের জন্য কমিক্স প্রকাশ। এছাড়াও আজাদ হিন্দ বাহিনীর কাছে ভারতের মাটিতে ব্রিটিশ সেনাদের ১৪ এপ্রিল পরাজয়ের দিনটিকে মৈরাং দিবস হিসেবে উদযাপন, ২১ অক্টোবর আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা উদযাপন, ৩০ ডিসেম্বর নেতাজীর আন্দামানে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ইম্ফলে আজাদ হিন্দ বাহিনীর যুদ্ধের মতো বিষয়গুলি নিয়ে কেন্দ্র নানা কর্মসূচী পালনের পরিকল্পনা করেছে।  

দিল্লীর লালকেল্লায় নেতাজী সুভাষ চন্দ্র বসু সংগ্রহশালা গড়ে উঠেছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সুভাষ চন্দ্রকে নিয়ে একটি প্রদর্শনী চলছে।

নেতাজীর নামাঙ্কিত কয়েকটি প্রতিষ্ঠান হল : জামশেদপুরের পোখারিতে নেতাজী সুভাষ বিশ্ববিদ্যালয়, কলকাতায় নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, নতুন দিল্লীতে নেতাজী সুভাষ কারিগরি বিশ্ববিদ্যালয় এবং পাতিয়ালায় নেতাজী সুভাষ ন্যাশনাল ইন্সটিটিউট অফ স্পোর্টস।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি। 

 

CG/CB/NS



(Release ID: 1741665) Visitor Counter : 216