স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

Posted On: 27 JUL 2021 9:25AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭শে জুলাই, ২০২১

 


দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ৪৪ কোটি  ১৯লক্ষ  টিকা দেওয়া হয়েছে।      
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৬ লক্ষ  ২১হাজার  ৪৬৯ জন। 
বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার   ৯৭.৩৯%।     
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৪২,৩৬৩ জন। 
এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯,৬৮৯ জন।    ১৩২ দিন পর দেশে এক দিনে ৩০ হাজারের কম সংক্রমিত হয়েছেন।   
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা  বর্তমানে  ৩,৯৮,১০০জন । ১২৪ দিন পর দেশে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ৪ লক্ষের নীচে নামলো। 
মোট সংক্রমিতের মাত্র ১.২৭% এখন চিকিৎসাধীন। 
সাপ্তাহিক সংক্রমিতের হার ৫ শতাংশের নিচে রয়েছে,  বর্তমানে  ২.৩৩%।    
দৈনিক সংক্রমিতের হার  ৫%র কম౼আজ এই হার  ১.৭৩%।        
নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে,  মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫কোটি ৯১ লক্ষ।

 

CG/CB/


(Release ID: 1739346) Visitor Counter : 278