জাহাজচলাচলমন্ত্রক

উপকূলবর্তী রাজ্যগুলিতে রোপ্যাক্স ও জল ট্যাক্সি পরিষেবা

Posted On: 26 JUL 2021 3:24PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৬ জুলাই, ২০২১

 

জল পরিবহণকে আর্থিক ও পরিবেশবান্ধব পরিবহণ হিসেবে গড়ে তোলার পাশাপাশি বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক সাগরমালা কর্মসূচির আওতায় বিভিন্ন রুটে রো-রো/ রো-প্যাক্স প্রকল্প গ্রহণ করেছে। সাগরমালা প্রকল্পর আওতায় মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, ওড়িশা, কর্ণাটক, কেরালা ও পশ্চিমবঙ্গে মোট ৭১টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে একটি প্রকল্প উন্নয়নের আওতাধীন রয়েছে। 

জাতীয় জলপথ-এর জন্য প্রস্তুত আর্থিক প্রযুক্তিগত সম্ভাবনা এবং প্রকল্পগুলির বিশদ প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২৩টি জাতীয় জলপথকে পণ্য ও যাত্রী পরিবহণের জন্য এবং দুটি জাতীয় জলপথকে শুধুমাত্র পর্যটন ক্ষেত্রে ব্যবহারের জন্য কার্যকর বলে তুলে ধরা হয়েছে। জাতীয় জলপথগুলির বিকাশসাধন এবং উপকূলীয় রুটের সঙ্গে এগুলির সংযুক্তি ঘটলে দেশের আর্থিক উন্নতি তরান্বিত হবে। 

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর। 

 

CG/SS/SKD/



(Release ID: 1739218) Visitor Counter : 163