স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৩৯ কোটির মাইলফলক ছাড়িয়েছে
সুস্থতার হার বেড়ে ৯৭.২৮ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮০৬ জন নতুন করে আক্রান্ত
ভারতে বর্তমানে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৪১, যা মোট আক্রান্তের ১.৩৯ শতাংশ
দৈনিক আক্রান্তের হার ২.১৫ শতাংশ, লাগাতার ২৪ দিন ৩ শতাংশের নীচে
Posted On:
15 JUL 2021 9:44AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২১
ভারতে কোভিড-১৯ টিকাকরণের পরিধি ৩৯ কোটির মাইলফলক ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৩৯ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার ৪৯১। একইভাবে গত ২৪ ঘণ্টায় ৩৪ লক্ষ ৯৭ হাজার ৫৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণের নতুন পর্যায় গত ২১ জুন থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।
মহামারী শুরুর সময় থেকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যেই ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ জন আরোগ্য লাভ করেছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ হাজার ১৩০ জন রোগী করোনামুক্ত হয়েছেন। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার আরও বেড়ে ৯৭.২৮ শতাংশ হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ১০৬। এর ফলে, গত ১৮ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারেরও নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে।
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৪১, যা মোট আক্রান্তের কেবল ১.৩৯ শতাংশ।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১৯ লক্ষ ৪৩ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৩ কোটি ৮০ লক্ষ ১১ হাজার ৯৫৮।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ক্রমশ নিম্নমুখী হয়েছে। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.২১ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার ২.১৫ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ২৪ দিন ৩ শতাংশের নীচে এবং লাগাতার ৩৮ দিন ৫ শতাংশের নীচে রয়েছে।
CG/BD/SB
(Release ID: 1735863)
Visitor Counter : 200