স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্রের বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা ই-সঞ্জীবনীর মাধ্যমে ৭০ লক্ষ পরামর্শ দান

Posted On: 03 JUL 2021 5:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ জুলাই, ২০২১

 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় টেলিমেডিসিন পরিষেবা – ই-সঞ্জীবনী ৭০ লক্ষ পরামর্শ দানের মধ্য দিয়ে আর একটি মাইল ফলক অতিক্রম করলো। এই উদ্ভাবনমূলক ডিজিটাল মাধ্যমে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে  নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় পরামর্শ নেন। গত বছর মার্চ মাসে ই-সঞ্জীবনী শুরু হওয়ার পর এবছর জুন মাসে ১২ লক্ষ ৫০ হাজার রোগী এই পরিষেবার সুবিধে নিয়েছেন, যা যে কোনো মাসের হিসেবে সর্বোচ্চ। বর্তমানে জাতীয় টেলিমেডিসিন পরিষেবা দেশের ৩১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাওয়া যায়।

ই-সঞ্জীবনী, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্র পরিষেবাটি দেশের ২১ হাজার স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া যায়। চিকিৎসকের সঙ্গে চিকিৎসকেরও এই প্ল্যাটফর্মে আলোচনা হয়। দেশের ৩০টি রাজ্যে জেলা হাসপাতালগুলিতে ১৯০০ হাবের মাধ্যমে চিকিৎসকরা রোগীদের পরিষেবা দিয়ে থাকেন। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে চিকিৎসকরা টেলিমেডিসিন ব্যবস্থাপনায় ৩২ লক্ষ রোগীর চিকিৎসা করেছেন। প্রতিরক্ষা দপ্তরও ই-সঞ্জীবনী ওপিডি ব্যবস্থায় জাতীয় বর্হিবিভাগের ব্যবস্থা করেছে। যেখানে দেশের ১০০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের পরিষেবা দিয়ে থাকেন।

গত বছর দেশজুড়ে লকডাউন শুরু হবার পর এপ্রিল মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ই-সঞ্জীবনী ওপিডি শুরু করেছিল। মহামারীর কারণে রোগীরা এই ব্যবস্থায় চিকিৎসকদের কাছে পরামর্শ নিয়েছেন। দেশজুড়ে ৪২০টি অনলাইন ওপিডি রোগী এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে সেতুবন্ধের কাজ করছে। এর মধ্যে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও উত্তরাখন্ডে এইমসের মতো প্রথম সারির হাসপাতালের চিকিৎসকরা এবং লক্ষ্মৌয়ের কিম জর্জ মেডিকেল ইউনির্ভাসিটির বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের নানা ধরণের পরামর্শ দিয়ে থাকেন। গত ২ সপ্তাহে ৫০ হাজার রোগী ই-সঞ্জীবনী পরিষেবা ব্যবহার করেছেন। প্রতিদিন ২০০০ জন চিকিৎসক রোগীদের নানা পরামর্শ দিয়েছেন।

অত্যাধুনিক এই জাতীয় টেলিমেডিসিন পরিষেবার মানোন্নয়ন ঘটানোর কাজটি কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং মোহালির সিড্যাক করছে ।  দেশের বিভিন্ন প্রান্তের কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে ই-সঞ্জীবনীর সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী পয়লা জুলাই  ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ষষ্ঠ বার্ষিকীতে ই-সঞ্জীবনীর কথা বলেছেন। তিনি ডিজিটাল ইন্ডিয়ার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলার সময় বিহারের পূর্ব চম্পারণ জেলার এক নাগরিকের সঙ্গে কথা বলেন,  যিনি ই-সঞ্জীবনীর মাধ্যমে লক্ষ্মৌয়ের কিম জর্জ মেডিকেল কলেজে তার ঠাকুমার চিকিৎসা করিয়েছেন।

জনসাধারণ ই-সঞ্জীবনীর সুবিধে পাওয়ায় এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এই পরিষেবার সাহায্যে গ্রামাঞ্চলে মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছেন। খুব কম সময়ের মধ্যে কেন্দ্রের জাতীয় টেলিমেডিসিন পরিষেবা শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে। ই-সঞ্জীবনীর সুবিধে যে ১০ টি রাজ্য সব থেকে বেশি নিয়েছে, সেগুলি হল – অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু়, কর্ণাটক, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা এবং উত্তরাখন্ড।   

 

CG/CB/SFS



(Release ID: 1732603) Visitor Counter : 371