স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ৩১টি ৫৭ লক্ষ ছাড়িয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৭৮৬, যা লাগাতার চার দিন দৈনিক-ভিত্তিতে ৫০ হাজারের নীচে
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭, যা মোট আক্রান্তের কেবল ১.৭২ শতাংশ
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৫৪ শতাংশ, যা লাগাতার ২৪ দিন ৫ শতাংশের নীচে
Posted On:
01 JUL 2021 10:16AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ জুলাই, ২০২১
ভারতে কোভিড টিকাকরণের সংখ্যা বুধবার ৩৩ কোটি ৫৭ লক্ষ ছাড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, আজ সকাল ৭টা পর্যন্ত মোট ৩৩ কোটি ৫৭ লক্ষ ১৬ হাজার ১৯টি টিকাকরণ হয়েছে। একইভাবে, গত ২৪ ঘণ্টায় ২৭ লক্ষ ৬০ হাজার ৩৪৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। টিকা গ্রহীতাদের মধ্যে রয়েছেন -
সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণের নতুন পর্যায় গত ২১ জুন থেকে শুরু হয়েছে। সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের হার ত্বরান্বিত করতে এবং টিকা গ্রহীতাদের পরিধি বাড়াতে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন।
দেশে গত চার দিন লাগাতার দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারেরও নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমবেত প্রয়াসের ফলেই এই সাফল্য পাওয়া গেছে।
ভারতে লাগাতার সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যায় নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজ পর্যন্ত দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭।
দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮০৭টি কমেছে। এর ফলে, সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা দেশে মোট আক্রান্তের কেবল ১.৭২ শতাংশ।
কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থতার সংখ্যা নিরন্তর বাড়তে থাকায় ভারতে দৈনিক-ভিত্তিতে সুস্থতার সংখ্যা লাগাতার ৪৯ দিন দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি রয়েছে। এই প্রবণতা অব্যাহত রেখে দেশে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬১ হাজার ৫৮৮ জন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা ১২ হাজার ৮০২টি বেশি। মহামারীর শুরুর সময় থেকে মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যেই ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন আরোগ্য লাভ করেছেন। একইভাবে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৫৮৮ জন। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৬.৯৭ শতাংশ, যা ক্রমশ বাড়ছে।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বাড়তে থাকায় গত ২৪ ঘণ্টায় ১৯ লক্ষ ২১ হাজার ৪৫০টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪১ কোটি ২০ লক্ষ ২১ হাজার ৪৯৪।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার হার ক্রমাগত বেড়ে চলেছে, অন্যদিকে তেমনই দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার কমছে। দেশে বর্তমানে সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৬৪ শতাংশ। অন্যদিকে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৫৪ শতাংশ, যা গত ২৪ দিন ৫ শতাংশের নীচে রয়েছে।
CG/BD/SB
(Release ID: 1731911)
Visitor Counter : 251
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam