প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং কোচিতে প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি বিমান বাহক জাহাজ নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন
प्रविष्टि तिथि:
25 JUN 2021 2:17PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৫ জুন, ২০২১
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং কোচিতে আজ কোচিন শিপ ইয়ার্ড লিমিটেডের তৈরি প্রথম দেশীয় বিমান বাহক (আইএসি)জাহাজ নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন। শ্রী সিং-এর সঙ্গে ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করম্বীর সি এবং দক্ষিণ নৌসেনা কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইনচিফ ভাইস অ্যাডমিরাল এ কে চাওলা। প্রতিরক্ষা মন্ত্রী নির্মাণ কেন্দ্রস্থলটি পরিদর্শন করেন। তিনি নৌসেনার অন্যান্য কর্মকান্ড সম্পর্কে অবহিত হন। আশা করা যাচ্ছে আইএসি-কে ২০২২ সালের প্রথমার্ধে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। এটি ভারতীয় নৌসেনার সবচেয়ে শক্তিশালী সমুদ্র ভিত্তিক সম্পদ হবে।
এই পরিদর্শনের সময় প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন উদ্ভাবনীমূলক কাজ, কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশের সেবায় পরিচালিত একটি প্রদর্শনীও ঘুরে দেখেন। পাশাপাশি কোচিতে নৌবাহিনীর বিদ্যালয়ের ১০ বছর বয়সী বীর কাশ্যপ যে ২০২১ সালে প্রধানমন্ত্রী বাল পুরস্কার জিতেছিল, তার সঙ্গেও আলাপচারিতায় মিলিত হন প্রতিরক্ষা মন্ত্রী ।
প্রতিরক্ষা মন্ত্রীকে ১৯৭১এর যুদ্ধের বিজয়লাভের স্মরণে স্বশস্ত্র বাহিনীর উদযাপিত ‘স্বর্ণিম বিজয় বর্ষ’ এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এর ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনী পরিচালিত বিভিন্ন পরিকল্পনাগুলি সম্পর্কে অবহিত করা হয়। শ্রী রাজনাথ সিং দক্ষিণাঞ্চলীয় নৌ কম্যান্ডের অধীন কয়েকটি প্রদর্শনীও ঘুরে দেখেন। কোভিড-১৯ অতিমারী সত্ত্বেও ভারতীয় নৌ বাহিনীর আধিকারিক এবং নাবিকরা শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ দেশগুলির জন্যই নয়, বিদেশী নাবিকদের যে পেশাদার প্রশিক্ষণ দিয়েছেন, তার জন্য উচ্ছ্বসিত প্রশংসা ব্যক্ত করেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী দেশীয় পদ্ধতিতে তৈরি এই বিমান বাহক জাহাজ নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে সন্তোষ ব্যাক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ গঠনের এ এক উজ্জ্বল উদাহরণ হিসেবেও বর্ণনা করেন তিনি। কৌশলগত অংশীদারিত্ব মডেলের আওতায় '৭৫-I প্রকল্প'এর আরএফপি-র জন্য প্রতিরক্ষা অধিগ্রহণ পর্ষদের সম্প্রতি অনুমোদনের কথাও স্মরণ করেন তিনি। শ্রী সিং বলেন, এই নির্মাণ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী করে তুলবে এবং সমুদ্র ক্ষেত্রে ভারতের স্বার্থ সুরক্ষিত হবে। কোভিড-১৯ সত্ত্বেও আইএসি নির্মাণ ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, শক্তিশালী ভারতীয় নৌ বাহিনীর গঠনের প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় নৌ বাহিনীকে আধুনিকীকরণের জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি শান্তি, সুরক্ষা ও সমৃদ্ধির জন্য একটি শক্তিশালী নৌ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও মন্তব্য তিনি করেন।
গালওয়ানের ঘটনা সম্পর্কে শ্রী রাজনাথ সিং বলেন, ভারতীয় নৌ বাহিনী সক্রিয় ভূমিকা নিয়ে সব সময় প্রস্তুত রয়েছে। এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে ভারত শান্তি চাই, তবে যেকোন পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি । তিনি বলেন, ভারতীয় নৌ বাহিনী যেকোন সমস্যা মোকাবিলায় এবং লড়াইয়ের জন্য সর্বদা তৈরি রয়েছে। কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় নৌ বাহিনীর অবদানের জন্য উচ্ছ্বসিত প্রশংসা ব্যক্ত করেন তিনি। এমনকি ঘূর্ণিঝর তৌকতে এবং এবং ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় নৌ বাহিনী যেভাবে উদ্ধার ও ত্রাণকার্যে হাত লাগিয়েছিল তা যথেষ্টই প্রশংসনীয়। উল্লেখ্য গতকাল শ্রী রাজনাথ সিং কারওয়ার নৌ ঘাঁটি পরিদর্শন করেন। শ্রী সিং দুদিনের দক্ষিণাঞ্চলীয় নৌ কম্যান্ড সফরের অঙ্গ হিসেবে ‘প্রকল্প সমুদ্র দ্বীপ’ এর আওতায় বর্তমান পরিকাঠামোগত কাজের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করেন।
CG/SS/NS
(रिलीज़ आईडी: 1730365)
आगंतुक पटल : 374