রেলমন্ত্রক

ভারতীয় রেল রেকর্ড ২০ দিনে ডেডিকেটেড ফ্রেইড করিডরে ভালসাদ রোড ওভার ব্রিজের কাজ সাফল্যের সঙ্গে শেষ করেছে

Posted On: 22 JUN 2021 3:34PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২২ জুন, ২০২১

 

ভারতীয় রেলের রাষ্ট্রায়ত্ত সংস্থা ডেডিকেটেড ফ্রেইড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ডিএফসিসিআইএল) রেকর্ড ২০ দিনের মধ্যে গুজরাতে পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড ফ্রেইড করিডরে ভালসাদ রোড ওভার ব্রিজের পুনর্নিমাণের কাজ শেষ করেছে। বিভিন্ন সরকারি সংস্থা ও অসামরিক প্রশাসনের সঙ্গে সহযোগিতায় নিরন্তর কাজ চালিয়ে মাত্র ২০ দিনের মধ্যেই ভালসাদ রোড ওভার ব্রিজের কাজ শেষ হয়েছে। উল্লেখ করা যেতে পারে ভালসাদ রোড ওভার ব্রিজটির সঙ্গে মুম্বাই-দিল্লি হাইওয়ের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার ফলে যান চলাচলের জন্য অধিকাংশ সময়ই ব্যস্ত থাকে। তা সত্ত্বেও ২০ দিন যান চলাচল বন্ধ রেখে রোড ওভার ব্রিজটির কাজ শেষ করা হয়েছে। গত দোসরা জুন এই ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। এই রোড ওভার ব্রিজ নির্মাণে আগে থেকেই সমস্ত পরিকল্পনা সময়সীমার মধ্যে কার্যকর করার যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছিল। লকডাউন এবং যাতায়াতে নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রায় ১৫০ সদস্যের একটি নির্মাণকারী দল দিবারাত্রি লাগাতার অক্লান্ত পরিশ্রম করে সময়সীমার মধ্যে কাজ করতে সক্ষম হয়েছে।

উল্লেখ করা যেতে পারে পশ্চিমাঞ্চলীয় করিডর উত্তর প্রদেশের দাদরি থেকে মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বন্দর পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ সহ হরিয়ানা, রাজস্থান, গুজরাত ও মহারাষ্ট্রের মধ্য দিয়ে এই করিডরটি মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।

 

CG/BD/SKD/



(Release ID: 1729502) Visitor Counter : 208